ইস্টবেঙ্গল: ৪ (দিয়ামান্তাকস, শৌভিক, নন্দ, আনোয়ার)
বসুন্ধরা কিংস: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ।’ ময়দানের বহু ক্লিশে হয়ে যাওয়া প্রবাদ থিম্পুর মাঠে আরও একবার মনে করিয়ে দিল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল সমর্থকদের দীর্ঘ ৯ ম্যাচের যন্ত্রণার অবসান ঘটল। ইস্টবেঙ্গল ফিরল, এবং ফিরল রাজার মতোই। বাংলাদেশের সেরা ক্লাব বসুন্ধরাকে গোলের মালা পরালেন লাল-হলুদ ফুটবলাররা। এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল জিতল ৪-০ গোলে।
শেষ ৯ ম্যাচে জয় নেই। আইএসএলের লিগ টেবিলে তলানিতে। আরও তলানিতে ফুটবলারদের আত্মবিশ্বাস। মরশুমের মাঝে কোচ বদলেছে। সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে সেই পরিস্থিতিই হয়েছিল লাল-হলুদ শিবিরের। কিন্তু মঙ্গলবার যখন থিম্পুতে অস্কার ব্রুজোর ছেলেরা নামলেন, তাঁদের দেখে মনেই হল না এই টিমটাই শেষ ৯ ম্যাচের ৮টি হেরেছে। এ যেন এক অন্য ইস্টবেঙ্গল। বলা ভালো চেনা ইস্টবেঙ্গল। যারা প্রথম মিনিট থেকে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিতে জানে। লড়াই করতে জানে।
ম্যাচের একেবারে শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই এদিন প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নন্দর ক্রস থেকে বসুন্ধরার জালে বল জড়ান দিয়ামান্তাকস। মিনিট ২০-র মধ্যেই আসে দ্বিতীয় গোল। এবার বক্সের ধার থেকে জোরাল শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন শৌভিক। বসুন্ধরা সেই ধাক্কা সামলানোর আগেই আঘাত হানেন নন্দ। বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে অনবদ্য গোলে ব্যবধান ৩-০ করেন তিনি। ম্যাচের শেষ গোলটি করেন আনোয়ার আলি। ম্যাচের ৩৩ মিনিটে দূর থেকে জোরাল শটে জালে বল জড়ান তিনি। এর পর আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা খানিকটা চেপে ধরলেও গোল করতে পারেনি। শেষমেশ ৯ ম্যাচে পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল।
এই জয়ের ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন তালালরা। এদিনের জয় ইস্টবেঙ্গলকে তুলে আনল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে, বসুন্ধরা কিংস দুই ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.