মায়ানমার- ০
ভারত- ১ (সুনীল ছেত্রী)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান কাপ কোয়ালিফিকশনের প্রথম ম্যাচেই মায়ানমারের বিরুদ্ধে জয় পেল ভারত। ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর একমাত্র গোলে অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল মেন ইন ব্লু’জরা।
মঙ্গলবার ইয়াঙ্গন স্টেডিয়ামে প্রথম থেকেই দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চায়নি। তবে ম্যাচে প্রথম গোল করার সুযোগ পেয়েছিল মায়ানমার। ১২ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় কো কো-র শট। এরপর ১৬ মিনিটে জেজে-র দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৪ মিনিটে ফের একটি সুযোগ পায় মায়ানমার। উল্টোদিকে ভারতীয় খেলোয়াড়রাও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রথমার্ধে কেউই কোনও গোল করতে পারেননি। ফলে খেলার ফল ছিল ০-০।
দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে দু’দেশের খেলোয়াড়দের মধ্যে। বেশ কয়েকটি সুযোগ পায় ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু গোলের মুখ খুলতে বারবার ব্যর্থ হতে থাকেন তাঁরা। উল্টোদিকে মায়ানমারের খেলোয়াড়রাও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা গোল খায়নি। শেষ পর্যন্ত দলের ত্রাতা হয়ে দাঁড়ান ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বক্সের ভিতর উদান্ত সিংয়ের পাশ থেকে জালে বল জড়ান সুনীল। বলতে গেলে গোটা ম্যাচে একাধিক মিস পাস এবং গোলের সুযোগ নষ্টই দেখে গেলেন মাঠে উপস্থিত দর্শকরা।
এই ম্যাচ জেতায় এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বেশ ভাল জায়গায় থাকল ভারত। মায়ানমারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় আগামিদিনে আত্মবিশ্বাস জোগাবে সুনীল-রবিনদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.