Advertisement
Advertisement

Breaking News

Portugal

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী পর্তুগাল, ইউরো জিততে কতটা প্রস্তুত রোনাল্ডোরা?

মাঠে নামার আগে একনজরে পর্তুগালের শক্তি-দুর্বলতা।

Admixture of experience and youth makes this Portugal side strong

রোনাল্ডোই প্রাণভোমরা পর্তুগালের।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 18, 2024 4:39 pm
  • Updated:June 18, 2024 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বিশ্বকাপে বিতর্ক ধাওয়া করেছিল পর্তুগালকে। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বসিয়ে দিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। চোখের জলে মাঠ ছাড়েন সিআর৭। তার পর কোচ বদলেছে। ফর্মেও ফিরেছে দল। কিন্তু ২০১৬-র ইউরো জয়ের স্মৃতি কি ফেরাতে পারবেন রোনাল্ডোরা? একনজরে পর্তুগালের শক্তি-দুর্বলতা।

গ্রুপ এফ
বিশ্ব র‍্যাঙ্কিং ৬ 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ মঞ্চে অবসর ঘোষণা, নিউজিল্যান্ডের জার্সিতে আর খেলবেন না বোল্ট]

কোচ: রবার্তো মার্তিনেজ।
বিশ্বকাপের পর দায়িত্বে এসেছেন স্প্যানিশ কোচ। বিতর্কবিদ্ধ পর্তুগাল দলকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছেন। তাঁর কোচিংয়ে গত কয়েক ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনাল্ডোরা। কিন্তু বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর সঙ্গে ব্যর্থ হয়েছিলেন। এবার কি সাফল্য আসবে?
শক্তি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই পর্তুগাল দলের ‘দ্য বস’। তাঁর পায়ে বল মানেই বিপক্ষের ডিফেন্সে ত্রাহি ত্রাহি রব ওঠে। কেরিয়ারের সায়াহ্নেও পর্তুগিজ মহানায়কের বল পায়ে স্টেপ ওভার দেখার মতো। ফ্রি কিক থেকে রামধনুর মতো বাঁক খাওয়ানো শটে প্রতিপক্ষের জালও কাঁপিয়ে দিতে পারেন। উদীয়মান পর্তুগিজ তারকাদের সঙ্গে রোনাল্ডোর জুটি সোনা ফলাতে পারে ইউরোয়।
কোচ রবার্তো মার্টিনেজের হাতে অনেক বিকল্প। পর্তুগালের বেঞ্চ স্ট্রেন্থ খুবই ভালো। ফলে প্রথম একাদশ যদি ফুল ফোটাতে না পারে, তাহলে ডাগ আউটে যাঁরা থাকবেন, তাঁরাও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন।
অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে তৈরি পর্তুগাল। ৪১ বছর বয়সি পেপে এখনও পর্তুগিজ রক্ষণের অন্যতম স্তম্ভ। তাঁকে সাহায্য করার জন্য রক্ষণে রয়েছেন নুনো মেন্ডেজ, রুবেন ডায়াস, জোয়াও ক্যানসেলো, দিয়েগো ড্যালোটের মতো ফুটবলার। রোনাল্ডোর স্পিরিট বাড়তি পাওনা পর্তুগালের।
দুর্বলতা: প্রতিভার অভাব নেই পর্তুগাল দলে। তবে মাঝমাঠ ভোগাতে পারে। জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজের মতো মাঝমাঠের ফুটবলার দলে থাকলেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পর্তুগালের মাঝমাঠের রক্তাল্পতা চোখে পড়তে পারে। সময় বিশেষে মাঝমাঠের রাশ হারান পর্তুগিজ মিডফিল্ডাররা। প্রতিপক্ষের প্রবল চাপের মুখে ভেঙে পড়তে পারে পর্তুগালের মাঝমাঠ। তখন নিরন্তর চাপ পড়বে তাদের রক্ষণে। প্রতিপক্ষের আক্রমণের ঢেউ কি সামলাতে পারবেন পেপের নেতৃত্বাধীন পর্তুগিজ ডিফেন্স।

সম্ভাব্য প্রথম একাদশ: দিয়েগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, পেপে, রুবেন দিয়াজ, নুনো মেন্দেজ, জোয়াও পালহিনহা, ভিটিনহা, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বার্নার্দো সিলভা।

[আরও পড়ুন: তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ডেভিড, শক্তি বাড়ল লাল-হলুদের আক্রমণভাগে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement