Advertisement
Advertisement
Football

আইএফএ আয়োজিত পুজো ফুটবলে বড় চমক, খেলবেন অভিনেতা দেব!

আগামী বুধবার দেশপ্রিয় পার্কে পুজো ফুটবলে আইএফএ একাদশের বিরুদ্ধে খেলবেন তিনি।

Actor Dev to play in Puja football organized by IFA | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 4, 2021 2:01 pm
  • Updated:October 4, 2021 2:01 pm

স্টাফ রিপোর্টার: আইএফএর (IFA) প্রতিযোগিতায় খেলতে নামছেন খোদ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী! অবাক হওয়ার মতো হলেও আইএফএর পুজো ফুটবলে এরকমটাই হতে চলেছে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী তথা টলিউড সুপারস্টার দেব ‘গোলন্দাজ’ সিনেমায় তাঁর দলবল নিয়ে ৬ অক্টোবর, বুধবার দেশপ্রিয় পার্কে পুজো ফুটবলে খেলতে নামবেন আইএফএ একাদশের বিরুদ্ধে। আর তা নিয়ে আইএফএর পুজো ফুটবল একেবারে জমজমাট।

দুর্গাপুজোর মধ্যেই এবার অভিনব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে আইএফএ। যেখানে পুজো কমিটিরা ফুটবল-যুদ্ধে নামবে। চারশোটা পুজো কমিটির মধ্যে লটারির মাধ্যমে ৩২টা টিমকে বেছে নেওয়া হয়েছে। দেশপ্রিয় পার্কে এই অভিনব ফুটবল টুর্নামেন্ট হবে ৪-৬ অক্টোবর। তবে পুরোদস্তুর ফুটবল বলতে যা বোঝায়, সেটা হবে না। শুধু টাইব্রেকার থাকছে। প্রত্যেকটা টিমে একজন করে মহিলা থাকবেন। মোট দশজনের টিম। ৬ জন করে গোলে শট নিতে পারবেন। এটা যদি চমক হয়, তাহলে আরও বড় চমক হল দেবের (Dev) মাঠে নেমে পড়া। গোলন্দাজের টিম একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে আইএফএ একাদশের বিরুদ্ধে। গোলন্দাজের টিমে থাকবেন স্বয়ং দেবও।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে অভিষেকেই চমকে দিলেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক, গড়লেন অনন্য রেকর্ডও]

আইএফএ একাদশের দলের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। টিমে থাকার কথা মানস ভট্টাচার্য, তনুময় বসু, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, রহিম নবিদের মতো প্রাক্তন ফুটবলারদের। বাঙালির সবচেয়ে বড় উৎসবের সময় ফুটবলকে জড়িয়ে অভিনব উদ্যোগ নিয়েছে আইএফএ। তার উপর দেব নেমে পড়বেন ফুটবল পায়ে, উন্মাদনা যে আরও কয়েকগুণ বেড়ে যাবে, সেটা বলে দেওয়াই যায়।

জানা গিয়েছে, সব ম্যাচ সরাসরি দেখা যাবে আর প্লাস চ্যানেলে। এদিন, এক পাঁচতারা হোটেলে পুজো ফুটবল নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, আইএফএর চেয়ারম্যান, তথা ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সুব্রত দত্ত। আই লিগের সিইও সুনন্দ ধর, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এবং এফএসডিএলের অন্যতম কর্তা চিরাগ তান্না।

[আরও পড়ুন: বেআইনি সম্পত্তির মালিক মাস্টার ব্লাস্টার! ‘প্যান্ডোরা পেপার্সে’ এবার সস্ত্রীক শচীনের নাম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement