সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধকালীন পরিস্থিতির জন্য ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র (ACL 2) ম্যাচ খেলতে যেতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)। যে কারণে চলতি মরশুমে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলার সুযোগও হারিয়েছে সবুজ-মেরুন। কিন্তু তার জন্য কোনও আর্থিক জরিমানা হবে না। ক্লাবের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, তার উত্তরে এএফসি থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু পরিস্থিতি হাতের বাইরে ছিল, তাই কোনও আর্থিক জরিমানার নিয়ম মোহনবাগানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্য কোনও শাস্তিও দেওয়া হবে না। তবে এই মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র বাকি ম্যাচগুলো খেলার অনুমতি পেল না সবুজ-মেরুন বাহিনী।
অক্টোবর মাসের শুরুতে ইরানের তাবরিজে ট্রাক্টর এসসি-র বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু তার মাঝেই উত্তপ্ত হয়ে যায় সেদেশের পরিস্থিতি। ম্যাচের আগের দিনই ইজরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালেস্টিক মিসাইল ছোঁড়ে ইরান। একপ্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি যায় সেই দেশে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে ইরানে যাওয়া কোনওভাবেই নিরাপদ ছিল না।
এই নিয়ে এএফসি-কে আবেদনও করেছিল মোহনবাগান। কিন্তু তারা জানিয়েছিল, ৫.২ নিয়ম দ্বারা ধরে নেওয়া হয়েছে মোহনবাগান এসিএল ২ থেকে নাম প্রত্যাহার করেছে। আগের ম্যাচে মোহনবাগান যে এক পয়েন্ট পেয়েছিল, সেটাও কেড়ে নেওয়া হয়েছিল। সবুজ-মেরুনের যুক্তি ছিল, ইরানে যুদ্ধের আবহে যাওয়া সম্ভব ছিল না। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। তাদের তরফ থেকে বারবার ফুটবলারদের নিরাপত্তার কথায় জোর দেওয়া হয়েছিল। মোহনবাগানের ৩৫ জন ফুটবলার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তাঁরা ইরানে যেতে চান না।
এর মধ্যে জল্পনা ছড়ায়, আর্থিক ক্ষতিপূরণ হতে পারে সবুজ-মেরুনের। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে এএফসি থেকে জানিয়ে দেওয়া হল কোনও জরিমানা বা অন্য কোনও শাস্তি হচ্ছে না। পরিস্থিতি হাতের বাইরে থাকায় ৫.৭ ধারা অনুযায়ী আর্থিক জরিমানা হবে না। তবে ৫.৬ ও ৫.৭ ধারা অনুযায়ী এই মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র মোহনবাগানের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল থাকছে।
তবে সেই সঙ্গে এই প্রশ্নও উঠছে, যদি ‘পরিস্থিতি হাতের বাইরে’ এই যুক্তি মেনে নেওয়া হয়, তাহলে জরিমানাই বা কেন হবে? একই সঙ্গে, ম্যাচের সময়ই বা কেন বদলানো হল না? সেটাও তো একধরনের শাস্তিই! ফলে এএফসি-র সিদ্ধান্তে ‘ফাঁক’ও থাকছে। এর আগেই মোহনবাগানের থেকে আগের ম্যাচের পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। যেখানে তারা মেনে নিয়েছে, মোহনবাগান পরিস্থিতির জন্য ‘বাধ্য’ হয়েছে, তাহলে শাস্তিই বা কেন ভোগ করতে হবে? টুর্নামেন্টে নামার সুযোগই বা আবার কেন পাবে না? এএফসি যাই সিদ্ধান্ত নিক না কেন, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.