Advertisement
Advertisement
AFC Cup

AFC Cup: মোহনবাগানকে আটকাতে আসরে গোটা বাংলাদেশ! আবাহনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

এএফসি কাপে ৩ বিদেশিকে 'খেপ' খেলাতে চাইছে আবাহনী

Abahani Dhaka allegedly broke rules of AFC Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2023 1:58 pm
  • Updated:August 20, 2023 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মূল্যে এএফসি কাপের মূল পর্বে খেলতেই হবে। সেজন্য সাম-দাম-দণ্ডভেদ সবই করতে রাজি বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী। সূত্রের দাবি, মোহনবাগানকে (Mohun Bagan) আটকাতে নাকি একাধিক নিয়মবিরুদ্ধ কাজ করছে ঢাকার ক্লাবটি। বাংলাদেশের সেরা সেরা ফুটবলারকে তাঁরা সই করিয়েছে খেপে খেলার জন্য।

খবর অনুযায়ী, নাইজেরিয়ার ফরোয়ার্ড ইফেগিউ ওজুকিউ, সেন্ট ভিনসেন্টের রাইট উইঙ্গার কর্নেলিয়াস স্টুয়ার্ট এবং ব্রাজিলের ডিফেন্ডার ড্যানিলো কুইপাপাকে। এই তিন ফুটবলারের সঙ্গেই আবহনী ১ আগস্ট লোনের চুক্তি সই করেছে এবং এই চুক্তির মেয়াদ মাত্র একমাস। অর্থাৎ ৩১ আগস্ট শেষ হয়ে যাবে। এরা তিনজন বাংলাদেশের তিন প্রথম সারির ক্লাব শেখ জামাল ধানমান্ডি, চট্টগ্রাম আবাহনী এবং ফর্টিস এফসির সেরা বিদেশি।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

ঢাকা আবাহনী ছক করে দেশের সেরা সেরা বিদেশি ফুটবলারকে মোহনবাগানের বিরুদ্ধে খেলিয়ে দিতে পারে। সব মিলিয়ে মোট ৮ জন বিদেশি ফুটবলার নিয়ে আসছে আবাহনী। এদের মধ্যে দুজনের বৈধ কাগজপত্র নেই বলেও অভিযোগ। এএফসি কাপের (AFC Cup) নিয়ম অনুযায়ী, কমপক্ষে ৪৮ দিন একজন ফুটবলারকে ক্লাবের হয়ে খেলতে হয় এএফসি কাপের ম্যাচ খেলার জন্য। তাছাড়া লোনের চুক্তি কমপক্ষে ৪ মাসের হতে হয়,। সেখানে মাত্র ১ মাসের চুক্তিতে কীভাবে ফুটবলারদের খেলাতে পারে আবহনী দল? প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: আষাঢ়-শ্রাবণ বিদায় নিলেও এখনই কমছে না বৃষ্টি, সপ্তাহভর উত্তরে জারি কমলা সতর্কতা, কেমন থাকবে কলকাতা?]

শেখ জামাল, চট্টগ্রাম আবহনী এবং ফর্টিস থেকে ফুটবলার নিয়ে দল গড়ার অর্থ হল গোটা বাংলাদেশ খেলতে আসছে মোহনবাগানের বিরুদ্ধে। যা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসছে মোহনবাগান। শোনা যাচ্ছে, আবাহনী নিয়ম ভেঙেছে কিনা খতিয়ে দেখে এএফসিতে অভিযোগ করার কথা ভাবছে সবুজ-মেরুন শিবির।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement