রোহিত-বিরাটকে দেখতে চাইছেন এবি ডিভিলিয়ার্স।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের জুন মাসে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। ২০ ওভারের সেই কাপযুদ্ধে কি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা যাবে? ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হতেই এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে। এবার এই বিষয়ে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়কের দাবি, বয়স নয় ফর্মের বিচারেই রোহিতের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। এবং তিনি বিরাটকেও দলে দেখতে চান। তবে একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়কের বার্তা, খিদে থাকলে তবেই দুই মহাতারকাকে ২০ ওভারের বিশ্বকাপ খেলা উচিত।
নিজের ইউটিউব চ্যানেলে ‘মিস্টার 360 ডিগ্রি’ বলেন, “আমরা সবাই বিরাট ও রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চাই। কিন্তু প্রশ্ন হল ওদের কি আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ও ট্রফি জেতার খিদে রয়েছে? আমার তেমনই মনে হয়। আমি ওদের হয়ে কথা বলতে পারি না। তবে মন বলছে বিরাট-রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। এবং ট্রফি জেতার জন্যই মাঠে নামবে। ২০ ওভারের বিশ্বকাপে ধকল অনেক কম নিতে হয়, তাই ওদের আসন্ন প্রতিযোগিতায় খেলতে দেখলে মোটেও অবাক হব না।”
১০ নভেম্বর ২০২২। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার রোহিত ও বিরাটকে দেখা গিয়েছিল। ক্রিকেট পণ্ডিতদের দাবি, ২০২৪ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই মহাতারকার খেলার কোনও সম্ভাবনাই নেই। যেহেতু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গত বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন। ফলে অনেকেই মনে করছেন আগামী বছরের জুন মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের হাতেই থাকবে দলের ব্যাটন। আবার অনেকের মত হার্দিকের অবর্তমানে বেশ ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাই ২০ ওভারের ফরম্যাটে সূর্যের হাতেই দলের ব্যাটন থাকা উচিত। যদিও ডিভিলিয়ার্সের দাবি, রোহিতের হাতেই টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকা উচিত। একইসঙ্গে ২০ ওভারের কাপযুদ্ধে বিরাটকে রাখার দাবি জানালেন প্রাক্তন মারকুটে ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৮৫৩। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮। গড় ৩১.৩২। ১৩৯.২৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে বিরাটও এই ফরম্যাটে বছরের পর বছর ধরে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৪০০৮ রান। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রান। গড় ৫২.৭৩। ১৩৭.৯৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি। এহেন বিরাট ও রোহিতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায় কিনা সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.