Advertisement
Advertisement

Breaking News

প্রিয় দলের খেলা দেখতে গিয়ে মাঠেই মৃত্যু, মহামেডান স্পোর্টিং সমর্থকের প্রয়াণে শোকের ছায়া ময়দানে

প্রিয় দলের খেলা দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থক।

A supporter of Mohammedan Sporting died while watching the game of beloved club । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 31, 2023 9:55 pm
  • Updated:August 31, 2023 10:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান স্পোর্টিংয়ের এক সমর্থকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল ময়দানে। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল মহামেডান স্পোর্টিং ও আর্মি রেড দলের। প্রিয় দল মহামেডান স্পোর্টিংয়ের খেলা দেখতে গিয়ে প্রয়াত হন ৫৬ বছর বয়সি শেখ সিরাজ।  

বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিং ও  আর্মি রেড দলের ম্যাচটি ছিল নৈশালোকে। সেই ম্যাচ দেখতে এসেই যে বেঘোরে দিতে হবে প্রাণ তা কি আর জানতেন সেই সাদা-কালো সমর্থক! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা সিরাজ। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: স্বপ্নের ফাইনাল রবিবার, ১৯ বছর পরে ফের ডুরান্ডের খেতাবি লড়াইয়ে ইস্ট-মোহন]

আইএফএ এর অ্যাম্বুল্যান্সে তাঁকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। সিরাজের পরিবারকে সমবেদনা জানান তাঁরা।

এদিকে, মহামেডান ও আর্মি রেড দলের খেলা ১-১ গোলে শেষ হয়। শেষ মুহূর্তের পেনাল্টিতে কোনও রকমে ম্যাচ ড্র করে সাদা-কালো শিবির। খেলা চলাকালীন মহামেডান গ্যালারি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে উড়ে আসে চেয়ার-জলের ড্রাম। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মহামেডান স্পোর্টিং মাঠ।  

[আরও পড়ুন: বাইশ গজের যুদ্ধে প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার! ইতিহাস গড়লেন ড্যানিয়েলা ম্যাকগাহে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement