Advertisement
Advertisement

প্রিয় দলের খেলা দেখতে গিয়ে মাঠেই মৃত্যু, মহামেডান স্পোর্টিং সমর্থকের প্রয়াণে শোকের ছায়া ময়দানে

প্রিয় দলের খেলা দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থক।

A supporter of Mohammedan Sporting died while watching the game of beloved club । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 31, 2023 9:55 pm
  • Updated:August 31, 2023 10:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান স্পোর্টিংয়ের এক সমর্থকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল ময়দানে। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল মহামেডান স্পোর্টিং ও আর্মি রেড দলের। প্রিয় দল মহামেডান স্পোর্টিংয়ের খেলা দেখতে গিয়ে প্রয়াত হন ৫৬ বছর বয়সি শেখ সিরাজ।  

বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিং ও  আর্মি রেড দলের ম্যাচটি ছিল নৈশালোকে। সেই ম্যাচ দেখতে এসেই যে বেঘোরে দিতে হবে প্রাণ তা কি আর জানতেন সেই সাদা-কালো সমর্থক! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা সিরাজ। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: স্বপ্নের ফাইনাল রবিবার, ১৯ বছর পরে ফের ডুরান্ডের খেতাবি লড়াইয়ে ইস্ট-মোহন]

আইএফএ এর অ্যাম্বুল্যান্সে তাঁকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। সিরাজের পরিবারকে সমবেদনা জানান তাঁরা।

এদিকে, মহামেডান ও আর্মি রেড দলের খেলা ১-১ গোলে শেষ হয়। শেষ মুহূর্তের পেনাল্টিতে কোনও রকমে ম্যাচ ড্র করে সাদা-কালো শিবির। খেলা চলাকালীন মহামেডান গ্যালারি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে উড়ে আসে চেয়ার-জলের ড্রাম। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মহামেডান স্পোর্টিং মাঠ।  

[আরও পড়ুন: বাইশ গজের যুদ্ধে প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার! ইতিহাস গড়লেন ড্যানিয়েলা ম্যাকগাহে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement