সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্ব্বাধিকারীর মূর্তি বসানোর দাবি তুললেন ফেডারেশনের (Fedaration) সিনিয়র সহ সভাপতি সুব্রত দত্ত। আর মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘যিনি ভারতীয় হিসেবে প্রথম ফুটবলে পা দিয়েছিলেন, তাঁর নামে ফেডারেশনের উচিত আই লিগ নাহলে আইএসএল শুরু করা।’’
অনুষ্ঠান ছিল, এসভিএফ প্রযোজিত গোলোন্দাজ ছবির মিউজিক প্রকাশ। যেখানে ‘যুদ্ধং দেহী’ নামে একটি গান এদিন মহামেডান মাঠে প্রকাশ করে প্রযোজনা সংস্থা। গোলন্দাজ ছবির নায়ক দেব ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ইশা সাহা। ছিলেন গোলন্দাজের বাকি অভিনেতারা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। গোলন্দাজ ছবির কলাকুশলীদের পাশাপাশি এদিন মহামেডান মাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান কর্তারাও। ছিলেন, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে ইস্টবেঙ্গল কর্তা সদানন্দ মুখোপাধ্যায় বলেন, ‘‘নগেন্দ্র প্রসাদ দল গড়ার সময় কোনওদিন জাতপাতের বিচার করেননি। এরকম একজন মানুষের জীবনী আমরা গোলন্দাজে দেখতে পারব।’’ উল্লেখযোগ্য গোলন্দাজ সিনেমাটি নগেন্দ্র প্রসাদ অধিকারীর জীবনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে।
এই প্রসঙ্গেই দেবাশিস দত্ত বলেন, ‘‘ফুটবলের এরকম একজন মানুষকে সকলের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে।’’ এদিন অনুষ্ঠানে গোলন্দাজ ছবির ট্রেলার এবং গানের প্রকাশ দেখে মুগ্ধ হয়ে যান সবাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানের ফ্যানরাও।
এদিকে, শনিবার প্রকাশ্যে আসে ‘গোলন্দাজ’-এর নতুন গান ‘যুদ্ধং দেহি’। বিক্রম ঘোষের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় ও নির্মাল্য রায়।
দেখুন নতুন গানের ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.