Advertisement
Advertisement
Olympic medals

২২০ জন অ্যাথলিট পাবেন নতুন পদক, লজ্জা ঢাকতে বড় সিদ্ধান্ত অলিম্পিক কমিটির

অলিম্পিক শেষ হওয়ার আগেই অভিযোগের অভিযোগের পাহাড় জমা হয়েছিল।

220 requests to replace Paris 2024 Olympic medals
Published by: Subhajit Mandal
  • Posted:March 2, 2025 10:48 am
  • Updated:March 2, 2025 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক শেষ হওয়ার আগেই অভিযোগের অভিযোগের পাহাড় জমা হয়েছিল। অলিম্পিক মেটার পর এ পর্যন্ত দুই শতাধিক অ্যাথলিট অভিযোগ করে ফেলেছেন পদকের মান নিয়ে। অধিকাংশ পদকের মান খারাপ, সেগুলি বিবর্ণ হয়ে যাচ্ছে। একপ্রকার বাধ্য হয়েই অলিম্পিক কমিটি আশ্বস্ত করল যারা যারা পদক বদলাতে চেয়ে আবেদন করেছেন তাদের প্রত্যেকের পদক বদলে দেওয়া হবে।

Advertisement

প্যারিস অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, সমস্ত নিম্নমানের পদক ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে। মনি ডে প্যারিস নামের এক সংস্থা পদকগুলি বানিয়েছে। এ পর্যন্ত মোট ২২০ জন অ্যাথলিট পদক ফেরত দিতে চেয়ে আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে নতুন অলিম্পিক পদক দেওয়া হবে। তবে ফেরত নেওয়া ওই পদকগুলির কী হবে, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছিল মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার আগে থেকেই। প্রথম সরব হন আমেরিকার অ্যাথলিট নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, যে পদক তিনি টুর্নামেন্টের শুরুতে জিতেছিলেন, সেটা অলিম্পিক শেষ হওয়ার আগেই বিবর্ণ হয়ে গিয়েছে। ক্রমশ খারাপ হতে শুরু করেছে মেডেলের গুণমান। আসলে এবার অলিম্পিকে যে পদকটি দেওয়া হয়েছিল, তার ধাতুতে মেশানো হয় ঐতিহাসিক আইফেল টাওয়ারের অংশ। আইফেল টাওয়ারের ধাঁচ রাখা হয় পদকের মধ্যে। সে কারণেই হোক বা অন্য কোনও কারণে, পদক অলিম্পিক শেষের আগেই বিবর্ণ হওয়া শুরু করে। একে একে বহু অ্যাথলিট অভিযোগ করেন।

শেষ বাধ্য হয়ে অলিম্পিক কমিটি জানায়, এই পদকগুলো বদলে দেওয়া হবে। পদক প্রস্তুতকারী সংস্থা মনি ডে প্যারিস জানিয়েছে, আগস্ট মাস থেকেই পদক বদলানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে সব অ্যাথলিট পদক ফেরত পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement