এটিকে–মোহনবাগান–১ (রয় কৃষ্ণ ৬৭’)
কেরালা ব্লাস্টার্স–০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই (Corona Pandemic) দেশের মাটিতে শুরু হয়ে গেল ISL। দর্শকশূন্য স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে মাঠে নামলেন খেলোয়াড়রা। আর প্রথম ম্যাচেই এটিকে–মোহনবাগানকে মূল্যবান জয় এনে দিলেন দলের তারকা রয় কৃষ্ণ। ফিজির ফরোয়ার্ডের একমাত্র গোলে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) ১–০ গোলে হারিয়ে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল সবুজ–মেরুন ব্রিগেড।
করোনা আবহে এবার হয়নি কোনও প্রকার অনুষ্ঠান। টুর্নামেন্ট শুরুর আগে ভিডিও বার্তা দেন নীতা আম্বানি (Nita Ambani)। তাতে ভারতীয় ফুটবলে আইএসএলের অবদান, টুর্নামেন্টের গরিমা এবং অবশ্যই কলকাতার দুই প্রধানের অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন তিনি। এরপর কোভিড সংক্রান্ত সমস্ত নিয়মবিধি মেনে শুরু হয় ম্যাচ।
“I’m proud to announce that the #HeroISL will be the first sporting league on such a large scale to be held in India.”
FSDL Founder & Chairperson, Mrs. Nita Ambani, shares her gratitude with all our stakeholders for organising the 2020-21 season!#LetsFootball pic.twitter.com/inRH4bZPTb
— Indian Super League (@IndSuperLeague) November 20, 2020
একদিকে হাবাস, অন্যদিকে কিবুর দল। প্রস্তুতি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের কাছে হারলেও ম্যাচে অন্যমেজাজে ধরা দেয় কেরালা। প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল হলুদ জার্সিধারীরা। অন্যদিকে, উইলিয়ামসের জায়গায় রয় কৃষ্ণ’র পাশে এডু গার্সিয়াকে শুরু থেকে খেলান হাবাস। ফলে কিছুটা যেন বেরঙিন ছিলেন গতবার দুরন্ত ফর্মে থাকা ফিজির খেলোয়াড়টি। বল পজেশনে কেরালা এগিয়ে থাকলেও প্রথমার্ধেই গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল এটিকে–মোহনবাগানের (Atk-Mohunbagan) কাছেই। কিন্তু কৃষ্ণ সেই সুযোগ হেলায় হারান। এরপর প্রথমার্ধ জুড়ে কেরালাই আধিপত্য বজায় রাখে।
তবে দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরেন হাবাসের ছেলেরা। ধীরে ধীরে খেলায় নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে সবুজ–মেরুন ব্রিগেড। এর মধ্যেই ৬৭ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন রয় কৃষ্ণ। কেরালা ডিফেন্সের ভুলের সুযোগ পেয়ে যান তিনি। তা থেকে গোল করতে আর কোনও ভুল করেননি তারকা ফুটবলারটি। গোল খেয়ে তা পরিশোধের মরিয়া চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি কেরালা। তিরি–ঝিঙ্ঘানের ডিফেন্সে আটকে যায় তাঁদের প্রত্যেকটি আক্রমণ।
67′ GOAL!@RoyKrishna21 scores @atkmohunbaganfc‘s first goal of #HeroISL 🙌
Watch #KBFCATKMB LIVE on @DisneyplusHSVIP – https://t.co/uted7lRCAx and JioTV.
For live updates 👉 https://t.co/0XKsnUAfnI#ISLMoments #LetsFootball pic.twitter.com/BVdorsQo0Y— Indian Super League (@IndSuperLeague) November 20, 2020
আগামী ২৭ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি। মুখোমুখি এটিকে–মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। সেটাই আবার রবি ফাউলারের দলের প্রথম ম্যাচ। সেক্ষেত্রে প্রথম ম্যাচ জিতে মাঠে নামায় কিছুটা হলেও আত্মবিশ্বাস বেশি থাকবে সবুজ–মেরুন ব্রিগেডের। অন্যদিকে, ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াই করেছে কিবুর ছেলেরা। তাই আগামিদিনে ভাল খেলবে কেরালাও, এমনটাই মত বিশেষজ্ঞদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.