সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির পেনাল্টিটা যদি সেভ না হত! যদি পেনাল্টি থেকে রোনাল্ডোর শট জাল ছুঁয়ে ফেলত! তবে এই বিশ্বকাপের ছবিই বদলে যেত৷ সে ছবি বদলে দেওয়ার কৃতিত্ব যদি কাউকে দেওয়া যায়, তবে অবশ্যই তাঁরা গোলরক্ষকরা৷ স্ট্রাইকার পুজোর বিশ্বকাপে কিন্তু এবার নজর কেড়ে নিচ্ছেন তাঁরাই৷ বদলে দিচ্ছেন হিসেব-নিকেশ৷ সেই অঙ্কেই রাশিয়ায় এখন নায়কের তকমা পাচ্ছেন গোলরক্ষক ইগর আকিনফিয়েভ৷
[ স্বপ্নভঙ্গের বিশ্বকাপ ফুটবল থেকে কেড়ে নিল ইনিয়েস্তার আশ্চর্য প্রদীপ ]
রাশিয়ার ফুটবল লোকগাথায় ইতিমধ্যেই ইগর আকিনফিয়েভ নিজের নামটি লিখিয়ে ফেলেছেন৷ এখন ৩২ বছর বয়স৷ গত ১৪ বছর ধরে দেশের জার্সি গায়ে ঘাম ঝরাচ্ছেন৷ রাশিয়ার গোলকিপারদের মধ্যে তাঁর পারফরম্যান্স এবং দক্ষতাই সবথেকে বেশি৷ আর নক-আউট থেকে দেশকে কোয়ার্টার ফাইনালে তুলে তিনি তো এখন প্রায় জাতীয় নায়ক৷ যদিও ইউরোপিয়ান ক্লাবের হয়ে তাঁর রেকর্ড তেমন ভাল নয়৷ ফলে খুব যে চর্চিত নাম তা বলা যায় না৷ কিন্তু বিশ্বকাপ এরকমই মঞ্চ, যেখানে দেশের হয়ে একটা পরফরম্যান্সই বদলে দেয় একজন ফুটবলারের সাফল্যের আর্কাইভ৷ আকিনফিয়েভের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না৷ স্পেনের মতো নামী দলের বিরুদ্ধে টাইব্রেকারে দুটো গোল বাঁচানো চাট্টিখানি কথা নয়৷ ফাইনাল সেভের পর যখন তিনি মাঠে শুয়ে পড়লেন, তখন তাঁর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা জেদ পুষে রেখেছিলেন মনে মনে৷ তাঁর সাফল্য দেখে খুশি অলিভার কানও৷ এই গোলকিপার সম্পর্কে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ ভেবেছিলেন, তিনি বিশ্বের নম্বর ওয়ান গোলকিপার হবেন৷ কিন্তু ছোট ছোট ভুলের কারে অ্যাকিনফিভের কপালে তা আর হয়ে ওঠা হয়নি৷ কিন্তু কানের আশা, এখনও সময় আছে, জাতির জন্য এখনও চমকপ্রদ কিছু করতে পারেন আকিনফিয়েভ৷
তবে শুধু গোল বাঁচানো নয় আকিনফিয়েভ ভাল গানও করেন৷ একদা রাশিয়ান ব্যান্ডের হয়ে বেশ কয়েকটা গান রেকর্ডও করেছিলেন৷ সাধে কি আর বলে যে রাঁধে সে চুলও বাঁধে! এর আগে যে গোলরক্ষক মেসির পেনাল্টি বাঁচিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন চিত্র পরিচালক৷ আর রোনাল্ডোর শট যিনি রুখে দিয়েছিলেন, তাঁর তো ছিল ভবঘুরের জীবন৷ একদিকে মহাতারকাদের পতন৷ অন্যদিকে ব্রাত্যজনের উঠে আসা৷ বিশ্বকাপের মঞ্চ বোধহয় এ কারণেই আজও ঝলমলে৷
[ ছাড় পেলেন না জর্জিনাও, নেটিজেনদের ট্রোলে বিদ্ধ রোনাল্ডোর বান্ধবী ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.