Advertisement
Advertisement

Breaking News

চোখে বিশ্বজয়ের স্বপ্ন, দলের জার্সি গায়েই বৈঠকে ক্রোট মন্ত্রীরা

সাফল্যের শীর্ষে পৌঁছানোর স্বপ্নে বিভোর গোটা দেশ৷

Football World Cup: Croatia ministers wear team jerseys to cabinet meeting
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2018 3:28 pm
  • Updated:July 13, 2018 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল নিয়ে ক্রোট প্রেসিডেন্টের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছিল বিশ্ববাসী৷ রাশিয়ার জালে যখন ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা বল জড়িয়ে দিয়েছিলেন, পাকা হয়েছিল সেমিফাইনালের টিকিট, তখন আনন্দে নেচে উঠেছিলেন প্রেসিডেন্ট৷ পাশে বসে তখন বিমর্ষ রুশ প্রধানমন্ত্রী৷ গোটা বিশ্ব দেখেছিল সে আনন্দ-মুহূর্ত৷ বোঝা গিয়েছিল, এমন ফুটবলপাগল প্রেসিডেন্ট থাকলে যে কোনও দেশই খেলাধুলোয় উন্নতি করতে পারে৷ মোটে ৪২-৪৩ লক্ষ বাসিন্দার দেশ তা করেও দেখিয়েছে৷ বিশ্বজয়ের চৌকাঠে দাঁড়িয়ে তারা৷ আর এ মুহূর্তে গোটা দেশই ফুটছে উত্তেজনায়৷ খোদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যরাই তাই বৈঠক করলেন দলের জার্সি পরেই৷

[  শুধু সুন্দরীদের না দেখিয়ে খেলা দেখাও, সম্প্রচারকারী সংস্থাকে হুঁশিয়ারি ফিফার ]

Advertisement

নেটদুনিয়া ছেয়ে গিয়েছে ক্রোটদের আবেগের সে ছবিতে৷ জনসংখ্যা কম৷ কিন্তু আবেগ-উদ্দীপনার নিরিখে যে কোনও বড় দেশকে টেক্কা দিতে পারে ক্রোয়েশিয়া৷ সে নমুনা দেখিয়েছিলেন খোদ প্রেসিডেন্টই৷ স্রেফ দলের জার্সি পরে বসার নিয়ম নেই বলে ভিভিআইপি বক্স ছেড়ে দিয়েছিলেন৷ খেলা দেখেছিলেন সমর্থকদের মধ্যে বসে৷ দেশের অন্দরে যে কতখানি উত্তেজনা তা এর থেকেই বোঝা যায়৷

ক্রোটদের সে আবেগের দাম দিয়েছেন মদ্রিচরা৷ টানা তিন ম্যাচ ১২০ মিনিট খেলেও হার মানেননি৷ দলকে ফাইনালে তুলেছেন৷ দেখা যাচ্ছে, বিশ্বকাপ ফাইনালে খেলা সবথেকে ছোট দেশ এখন ক্রোয়েশিয়াই৷ দেশের ফুটবল ইতিহাস এই মুহূর্তে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে৷ ফাইনালে উঠেই ইতিহাস তৈরি করেছেন রাকিতিচরা৷ বাকি এখন একটা ধাপ৷ তবে এই গৌরবকেও খাটো করে দেখছেন না ক্রোটরা৷ মস্কোয় যা হয়েছে তা আমাদের ছোট দেশের জন্য এক বিরল সম্মানের মুহূর্ত- ক্রোট প্রধানমন্ত্রী তাই মন্ত্রিসভার বৈঠক শুরুই করেছেন এ কথা বলে৷ আর দেশের ফুটবল আবেগের সবথেকে বড় বিজ্ঞাপন হিসেবে খোদ প্রধানমন্ত্রী পরেছিলেন দলের জার্সি৷ সমস্ত ক্রোট মন্ত্রীদের পরনেও ছিল একই পোশাক৷ নিঃসন্দেহে ফাইনালের আগে এই দৃশ্য বাড়তি প্রেরণা দেবে ক্রোট খেলোয়াড়রদের৷

দল যে কতটা চেগে আছে তা কোচের কথাতেও স্পষ্ট৷ দালিচ জানাচ্ছেন, প্রত্যেকটা খেলোয়াড়ই নিজেকে নিংড়ে দিতে তৈরি৷ কেউ বলছেন না যে, আমি তৈরি নয়৷ এমনকী এর আগেও অতিরিক্ত সময়ে কেউ এসে বলেননি যে তিনি ক্লান্ত, বসতে চান৷ সকলেই চেয়েছেন লড়াই করতে৷ সে লড়াই এখনও ফুরোয়নি৷ সোনার স্বপ্ন মুঠোয় পুরে তবেই শেষ হোক সংগ্রামের ইতিবৃত্ত, চাইছে গোটা ক্রোয়েশিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement