Advertisement
Advertisement

Breaking News

বিশ্বকাপের মরশুমে ব্রাজিলের শহরে আর্জেন্টিনার ছোঁয়া, কেন জানেন?

ঘটনা দেখে তাজ্জব বিশ্বের ফুটবলপ্রেমীরা৷

Football World Cup: Brazilian city paints street in Argentine colours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2018 9:27 pm
  • Updated:June 15, 2018 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল বিশ্বে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী৷ লড়াই শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়৷ ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার তলায় দাঁড়িয়ে গোটা বিশ্বই বিভাজিত৷ বিশ্বকাপ ফুটবল শুরু হলে সেই মধুর প্রতিদ্বন্দ্বিতা চরমে ওঠে৷ অথচ কী আশ্চর্য! খোদ ব্রাজিলেরই একটা শহরের রাস্তা রাঙানো নীল-সাদায়৷ না কোনও সমাপতন নয়৷ একেবারে সচেতনভাবেই আর্জেন্টিনার পতাকার রং মেলে ধরা হয়েছে ব্রাজিলের শহরের রাস্তায়৷ কিন্তু কেন?

[  দরজায় দাঁড়িয়ে ফুটবলপ্রেমী ‘খদ্দের’, বিশ্বকাপকে ধন্যবাদ দিচ্ছেন রাশিয়ার যৌনকর্মীরা ]

Advertisement

গোটা সাম্বার দেশ এখন বিশ্বকাপের উন্মাদনায় মত্ত৷ চনমনে নেইমাররা চারবারের খরা কাটিয়ে দেশে বিশ্বকাপ এনে দেবে প্রত্যাশা এমনটাই৷ বাদ সেধেছে টাইম জোন৷ রাশিয়ার সময়ের সঙ্গে ব্রাজিলের টাইম জোনের অনেক ফারাক৷ ফলে অফিসে বসেও ফুটবলপ্রেমীদের মন পড়ে আছে মাঠে৷ হবে নাইবা কেন! ব্রাজিল আর বিশ্বকাপ প্রায় সমর্থক৷ মারাদোনা একক কৃতিত্বে সেই ছিয়াশি থেকে সমর্থকদের আধিপত্যে ভাগ বসিয়েছেন ঠিকই, তবে এখনও ব্রাজিল মানেই বিশ্ববাসীর অফুরন্ত আবেগ৷ সেই ব্রাজিলেরই একটি শহরের রাস্তা নীল-সাদায় রাঙানো৷ তেরেসিনা শহরের এইট স্ট্রিটের একটি রাস্তায় এই ছবি দেখে অবাক অনেকেই৷ সেখানকার বাসিন্দারাও এবার ব্রাজিলকে ছেড়ে আর্জেন্টিনাকেই সমর্থন করছেন৷ কারণ একটাই, প্রতিবাদ৷ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বীতশ্রদ্ধ এই এলাকার বাসিন্দারা৷ দেশের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে তাঁদের এই বিক্ষোভ৷ তবে তা হচ্ছে ফুটবলের ভাষাতেই৷ প্রতিবাদের পথ হিসেবে জাতীয় দলকে ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সমর্থন করার রাস্তায় হেঁটেছেন তাঁরা৷ শহরের রাস্তাও তাই রেঙে উঠেছে নীল সাদায়৷

[  মায়ের মৃত্যুর পর এত খারাপ আর লাগেনি, চাকরি খুইয়ে আক্ষেপ স্পেনের বিদায়ী কোচের ]

তবে আর একটি কারণও আছে৷ গত বিশ্বকাপেও এই এলাকার সব ঘরে ঘরে ব্রাজিলের পতাকা উড়েছে৷ কিন্তু জার্মানির কাছে ৭-১ গোলে পর্যুদস্ত হয় ব্রাজিল৷ সেই অপমান, সেই বিপর্যয় ভুলতে পারেননি সমর্থকরা৷ তখনই তাঁরা ঠিক করে রেখেছিলেন, অনেক হয়েছে৷ বিশ্বকাপে সাম্বার ঝড় উঠুক আর নাই উঠুক, তাঁরা মেসির দেশকেই সমর্থন করবেন৷ ব্রাজিলে বসেই তাই এখন তাই আর্জেন্টিনার জন্য গলা ফাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা৷ ফুটবলেই যত আশ্চর্য ঘটনা ঘটে৷ মাঠে এবং মাঠের বাইরেও বটে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement