Advertisement
Advertisement

Breaking News

শুধু ফুটবলের জন্য… পুতিনের ঘরেই এক হল ভারত-পাকিস্তান

জাতীয় পরিচিতি মুছে দিয়ে জেগে থাকল নিখাদ ফুটবলপ্রেম৷

Football World Cup 2018: 'From Russia with Love', Indo-Pak football fans flaunt harmony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 6:40 pm
  • Updated:July 8, 2018 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত,পাকিস্তান এবং রাশিয়া- কূটনৈতিক ক্ষেত্রে তিন দেশকে এক সারিতে বসাতে বিস্তর সমীকরণ, অঙ্ক কষতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের৷ তাতেও সরলরেখা মিলবে কি না, সন্দেহ৷ কিন্তু মাঝে ফুটবল আসতেই উধাও কাঁটাতার৷ রাশিয়ার মাটিতেই এক হল ভারত-পাকিস্তান৷ পাশাপাশি থাকল দুই দেশের পতাকা৷ তবে সে পতাকার পরিচিতি ছাপিয়েও দুই তরুণ-তরুণীর পরিচয় হয়ে থাকল নিখাদ ফুটবলপ্রেমী৷

[  এ কেমন স্বাদ! রাশিয়ার বিয়ারে মন মজল না বাঙালিদের ]

Advertisement

বিশ্বকাপের জ্বর আর জের মাসখানেক আচ্ছন্ন করে রেখেছে গোটা দুনিয়াকে৷ যাঁদের দেশ খেলার সুযোগ পেয়েছে তাঁদের তো কথাই নেই৷ কেউ মস্কো গিয়ে সমর্থন করছেন৷ কেউ আবার ঘরে বসেই টেলিভিশনের পর্দায় তারিয়ে তারিয়ে উপভোগ করছেন এই মৌতাত৷ সোশ্যাল মিডিয়া কাঁপছে আবেগ-উত্তেজনায়৷ আর যে দেশ এখনও অংশগ্রহণ থেকে বহুদূরে, সে দেশের নাগরিকরাও এই উন্মাদনার আঁচ পোহাচ্ছেন ঘরে বসেই৷ যেখানে ফুল ফোটাচ্ছে ফুটবল-শিল্প, সেখানে আর দেশের কাঁটাতার কোনও বাধা নয়৷ মনে মাতন লাগলে কিবা কূটনীতি আর কিইবা ব্যবধান! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেরকম কিছু সম্প্রীতির ছবি৷ যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নাগরিকও একই অনুভবে জারিত৷ আর তাই পাশাপাশি দাঁড়াতে কোনও দ্বিধা নেই৷

এমনিতে দুই দেশের মুখ দেখাদেখি নেই বললেই চলে৷ ভারত-পাকিস্তান বললে যত না সম্প্রীতি, তার থেকেও বেশি ভেসে ওঠে যুদ্ধের ছবি৷ এই সংঘর্ষবিরতি তো এই কূটনৈতিক হুমকি৷ এই দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে দেখা করছেন তো এই এর ঔদ্ধত্য-আগ্রাসন নিয়ে একে অপরকে তুলোধোনা করছে৷ এই পরিস্থিতি চলছে তো চলছেই৷ তার মধ্যেই ফুটবল এনে দিল অদ্ভুত সহাবস্থান৷ সম্প্রতি এমনই এক ছবি পোস্ট করেছেন সাংবাদিক অনিশা দত্ত৷ রাশিয়াতে গিয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব হয়েছে এক পাক নাগরিকের৷ দুজনেই নিখাদ ফুটবলপ্রেমী৷ সাংবাদিকটি তাঁকে শুনিয়েছেন তাঁর ঠাকুমার গল্প৷ যিনি লাহোর থেকে ভারতে এসেছিলেন৷ অন্যদিকে পাক নাগরিকও জানিয়েছেন, তাঁর ঠাকুমাও এসেছেন লখনউ থেকে৷ সেই কবে ব়্যাডক্লিফের খড়ির দাগ যে বিভাজনের সূচনা করেছিল, আজও সম্পর্কের ক্ষেত্রে তাই-ই চলছে৷ তবু এই নাগরিকরা দেখাচ্ছেন, সদিচ্ছা থাকলেই সম্প্রীতি সম্ভব৷ শুধু কূটনৈতিক ক্ষেত্রে যদি তা সম্ভব হত!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement