Advertisement
Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস, মৃত্যুর হুমকি পাচ্ছেন কলম্বিয়ার ফুটবলাররা

আন্দ্রে এসকোবারের স্মৃতি উসকে দিল এই হুমকি৷  

Football WC: Colombian footballers miss penalty get death threat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 7:35 pm
  • Updated:July 4, 2018 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দ্রে এসকোবারের স্মৃতি বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়৷ সে দিনেরই ২৪ বছর পূর্তিতে ফের মৃত্যুর হুমকি পেলেন দুই কলম্বিয়ান ফুটবলার৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পর দেশের সমর্থকদের থেকেই মৃত্যুর হুমকি পাচ্ছেন তাঁরা৷

নকআউটে বিদায়ের কারণে কাঠগড়ায় ম্যাটিউস উর্বি ও কার্লোস বাক্কা৷ একজনের শট গিয়ে ক্রসবারে লাগে৷ অন্যজনের শট আটকে দেন ইংল্যান্ড গোলরক্ষক৷ এরপর আর কলম্বিয়ার ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি৷ হ্যারি কেনরা খানিকটা ভাগ্যের জোরেই পরের রাউন্ডে পৌঁছে যান৷ কিন্তু এই হারের পর দুই ফুটবলারকে কাঠগড়ায় তুলে তীব্র সমালোচনা করা হয়৷ শেষমেশ বলা হয়, “তোমাদের আর দেশে ফেরার দরকার নেই৷ দেশের কেউ তোমাদের চায় না৷” এমনকী মৃত্যুর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ৷

Advertisement

[  বিশ্বকাপ যাবে পেলের দেশে, চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রশংসায় পঞ্চমুখ মারাদোনা ]

১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করে ফেলেছিলেন কলম্বিয়ারই আন্দ্রে এসকোবার৷ সেই গোলেই সেবার ছিটকে যেতে হয়েছিল কলম্বিয়াকে৷ তবে জীবন দিয়ে সে হারের মূল্য চোকাতে হয়েছিল এসকোবারকে৷ হত্যা করা হয়েছিল তাঁকে৷ ঘটনাচক্রে কলম্বিয়ার ম্যাচের দিনই ছিল সে ঘটনার ২৪ তম বর্ষপূর্তি৷ সেই ঘটনার নজির টেনেই হুমকি দেওয়া হচ্ছে কলম্বিয়ার এই দুই ফুটবলারকেও৷

পুরো ঘটনাই অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা৷ খেলায় হার-জিত থাকে৷ তবে সে কারণে কোনও ফুটবলারকে জীবন দিতে হবে বা শাস্তির মুখে পড়তে হবে, এই পরিস্থিতি কোনওভাবেই বাঞ্ছনীয় নয়৷ এর আগে সৌদি আরবের দুই খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হয়েছিল৷ দক্ষিণ কোরিয়ার ফুটবলারদেরও শাস্তির মুখে পড়ে সেনায় যোগ দিতে হবে বলে জানা গিয়েছিল৷ বিশ্বকাপের অন্ধকার দিকগুলো এগুলোই৷ একদিকে যখন মহাতারকার পতন কিংবা নতুন তারকার জন্ম নিয়ে চর্চা, তখন এই খারাপ দিকগুলোও যেন কোনওভাবেই অস্বীকার করা যায় না৷

[  মেসি বড় না রোনাল্ডো? তর্কের জেরে বিচ্ছেদের পথে দম্পতি ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement