Advertisement
Advertisement

Breaking News

‘আমিও টানা পাঁচটা পেনাল্টি মিস করেছি, তা সত্ত্বেও আমি মারাদোনা’

এভাবেই মেসির পাশে দাঁড়ালেন কিংবদন্তি৷

Football WC 2018: Diego Maradona backs Lionel Messi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 8:57 pm
  • Updated:September 14, 2023 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাঁর পারফরম্যান্স চূড়ান্ত হতাশ করেছে ফুটবলপ্রেমীদের৷ আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই ম্যাচের কথা মনে পড়লে এখনও বুকের ভিতর খোঁচা লাগছে৷ বিশ্ব মঞ্চে লিও মেসির পেনাল্টি থেকে গোল হাতছাড়া করাটা যেন কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না৷ কিন্তু তারপরই আর্জেন্টিনা বিরোধী ও মেসিবিরোধীরা যেন হাতে চাঁদ পেয়েছেন৷ এলএম টেনের খারাপ পারফরম্যান্সকে বাক্যবাণে বিদ্ধ করার এই সুবর্ণ সুযোগ পুরোদমে কাজে লাগিয়েছেন তাঁরা৷ নেটদুনিয়া ভরেছে অজস্র ট্রোলে৷ যার মধ্যে বেশ কিছু শালীনতার সীমাও ছাড়িয়ে গিয়েছে৷ তবে নিন্দুকরা যাই বলুন, এমন পরিস্থিতিতে মেসির পাশেই দাঁড়িয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা৷ বলে দিচ্ছেন, একটি নয়, তিনিও পাঁচ পেনাল্টি মিস করেছেন৷ তা সত্ত্বেও তিনি মারাদোনা৷

[নেইমারকে ট্যাকলের প্রতিবাদে নবান্ন ঘেরাও! নেটদুনিয়ায় টানটান বিশ্বকাপ যুদ্ধ]

হ্যাঁ, এমন কথা সবার পক্ষে বলা সম্ভব নয়৷ বলা শোভাও পায় না৷ কারণ আর্জেন্টিনাকে তিনি যা দিয়েছেন, তার ধারে কাছে কেউ পৌঁছাতে পারেননি৷ আর তাই তাঁর নিজের দেশ নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন মুখ বুজে থাকতে পারেননি তিনি৷ কোনও একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে যেমন মারাদোনাকে বিচার করা যায় না, তেমনই পেনাল্টি থেকে একবার গোল মিস করলে মেসির ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা চলে না৷ এমনটাই মত মারাদোনার৷ আইসল্যান্ডের কাছে আর্জেন্টাইনদের আটকে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছে মেসিকেই৷ এমনকী হতাশায় নিমজ্জিত মেসি নিজেও তা স্বীকার করেছেন৷ কিন্তু মেসির ফুটবল শৈলী, স্কিল ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ মারাদোনা৷ আর তাই নিজের বড়াই করেই প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন, মেসিকে ছোট করার কোনও মানেই হয় না৷

Advertisement

পেশায় পরিচালক হানেস হ্যালডরসনের মধ্যে যেন কোনও মায়াবী শক্তি ভর করেছিল সেদিন৷ আর তাই বিশ্বের সেরা তারকার শট আটকে আইসল্যান্ডের নায়ক হয়ে উঠেছিলেন তিনি৷ মারাদোনার মতে, বিশ্বকাপের মঞ্চে এমনটা হতেই পারে৷ ১২ গজ দূর থেকে শট নিতে ভুল হতেই পারে৷ তাঁরও হয়েছিল৷ এমনকী পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে পেনাল্টি থেকে গোল করার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে মেসি৷ ১৯৮৬-র বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলছেন, “আমি টানা পাঁচটা পেনাল্টি মিস করেছিলাম৷ তা সত্ত্বেও আমি দিয়েগো আর্মান্দো মারাদোনা৷ আর শুধু পেনাল্টি মিস করার জন্যই যে দল দু’পয়েন্ট খুইয়েছে, এমনটাও নয়৷ ‘বাচ্চা’ (পড়ুন মেসি) নিজের দায়িত্ব ভালভাবেই পালন করেছে৷” বরং ড্রয়ের জন্য কোচ সাম্পাওলিকেই দায়ী করছেন মারাদোনা৷ তাঁর মতে, সাম্পাওলিকে কোচে দায়িত্বে আনাটাই আর্জেন্টিনার ভুল সিদ্ধান্ত৷

[জানেন, বিশ্বকাপের ম্যাচ খেলিয়ে কত টাকা পান রেফারিরা?]

সেদিন মেসির পরিস্থিতি দেখে নিজের অতীত স্মৃতি মনে পড়ে গিয়েছে মারাদোনার৷ বলছেন, “মাঠে ওকে বেশ বিরক্ত দেখাচ্ছিল৷ একেবারে আমার মতোই৷ ওকে সবসময় অন্তত দু’জনকে কাটিয়ে এগোতে হয়৷ তারপর পাস পাওয়ার কোনও সুযোগ থাকে না৷” আইসল্যান্ড ম্যাচ এখন অতীত৷ পরের ম্যাচে মেসি কী করেন, গোটা বিশ্বের মতো সেদিকে তাকিয়ে মারাদোনাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement