Advertisement
Advertisement

সাহেব কোচের নালিশে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তারা, মর্গ্যানের বিদায় কি আসন্ন?

ডার্বি হারের পরই ময়দানে কোচ নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে৷

Fissures in East Bengal following Derby debacle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2017 3:52 pm
  • Updated:April 10, 2017 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি তো আসলে মাঠে ৯০ মিনিটের লড়াই নয়, তার চেয়ে অনেক বেশি কিছু৷ আবেগ থেকে পেশাদারিত্ব, সবকিছুই জড়িয়ে থাকে এর সঙ্গে৷ কোচ, ফুটবলারদের সে কথা ভাল করেই জানা৷ আর তাই ডার্বির ফলাফলের উপর দলের ভবিষ্যৎ চেহারাটাও নির্ভর করে থাকে৷ রবিবার শিলিগুড়িতে মোহনবাগানের কাছে হারের পর ইস্টবেঙ্গলের সেই চেহারা বেশ ক্ষতবিক্ষত৷ ক্লাবকর্তাদের সঙ্গে কোচ ট্রেভর মর্গ্যানের সম্পর্কের তিক্ততা এখন আর ঢাকাচাপা নেই৷ সোনি ম্যাজিকে মশাল নেভার পর আরও বেশি করে সেই সম্পর্কে চিড় ধরেছে৷

[চলতি আইপিএল-এ অনিশ্চিত হয়ে পড়লেন ক্রিস লিন!]

ম্যাচ শেষের পর সাংবাদিক বৈঠকে ক্লাব কর্তাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন ব্রিটিশ কোচ৷ বলেছিলেন, “টিম তো আমি গড়িনি৷ করেছেন কর্তারা৷ তাহলে আমাকে ম্যাচে হারের জন্য পুরোপুরি দায়ী করা হবে কেন? এখন কর্তারাই ঠিক করবেন আমাকে তাঁরা রাখবেন কিনা৷ তাঁদের কাছে জানতে চান৷ আমি কিছু বলতে চাই না৷ তাতে বরং তিক্ততা বাড়বে৷” দল গড়া নিয়ে মর্গ্যানের অভিযোগে ক্ষুব্ধ ক্লাব সচিব কল্যাণ মজুমদার৷ তিনি বলেন, “ওঁর অমতে যখন কর্তারা দলটা তৈরি করলেন, তখন কেন উনি প্রতিবাদ করলেন না৷ এই কথাগুলোই তাহলে মরশুম শুরুর সময় বললেন না কেন? তাহলে তো বুঝতাম এই দল নিয়ে ওঁর পক্ষে সাফল্য এনে দেওয়া সম্ভব নয়৷ দলটা যখন বাজে খেলছে, ঠিক সেই সময়ে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে চলে গেলেন৷ কত করে বললাম, ভেবে দেখুন, ছুটিটা পরিবর্তন করা যায় কি না৷ দলটা ভাল খেলছে না৷ দলটা ঠিকঠাক করার জন্য ছুটির সময়টা কাজে লাগানো যেত৷ কিন্তু শুনলেন না৷”

Advertisement

[খোশমেজাজে নাচছেন ‘ক্যাপ্টেন কুল’, ভাইরাল ভিডিও]

সোমবার একই কথা শোনা গেল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মুখেও৷ কোচের অভিযোগের কথা শুনে তাঁর প্রশ্ন, “দু’টো বেঙ্গালুরু ম্যাচ আর কলকাতা লিগ জেতার পর তো কোচ বলেননি যে তাঁর দল তৈরি নয়৷ মাঠ নিয়ে সমস্যা রয়েছে ইত্যাদি ইত্যাদি৷ সবই সংবাদমাধ্যমের থেকে জানতে পেরেছি৷ আমাদের তো সরাসরি কিছু জানাবেন না৷ আর কোনও সমস্যা থাকলে মিডিয়ার মাধ্যমেই অন্তত জানান৷”

বড় ম্যাচ হারের পরই মর্গ্যান ধরে নিয়েছিলেন বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে৷ সেই সঙ্গে পদত্যাগের ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন৷ সাংবাদিকদের বলেছিলেন, “আগামী সপ্তাহে হয়তো আমাকে আর প্রশ্ন করার সুযোগ পাবেন না৷” তবে এ সবের মধ্যেও কোচ বদলের কথা ভাবছে না ক্লাব৷ তাছাড়া মর্গ্যানের সঙ্গে এক বছরের চুক্তিও রয়েছে ক্লাবের৷ তবে ডার্বি হারের পরই ময়দানে নয়া গুঞ্জন শুরু হয়েছে৷ শোনা যাচ্ছে, মর্গ্যান বিদায় নিলে ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন সুভাষ ভৌমিক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement