সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-রোনাল্ডোর বিদায়ের পর ফুটবলবিশ্ব তাকিয়ে আছে নেইমারের দিকে৷ কিন্তু মেসি-রোনাল্ডোর ব্যর্থতা ঢাকতে যে শক্ত কাঁধ প্রয়োজন তা কি ব্রাজিল অধিনায়কের আছে, আছে কি নেইমারের শিরদাঁড়ায় সেই জোর? নেটদুনিয়া অন্তত বলছে নেই৷ কারণ এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে যতটা না শিরোনামে এসেছেন তার চেয়ে তিনি অনেক বেশি শিরোনামে এসেছেন প্লে-অ্যাক্টিংয়ের জন্য৷ কখনও হালকা স্পর্শতেই পড়ে যাওয়া, কখনও আলতো ছোঁয়ায় গড়াগড়ি খাওয়া আবার কখনও নিজে নিজেই বিপক্ষ ফুটবলারকে ধাক্কা মেরে ফাউল জেতার চেষ্টা, নিন্দুকেরা বলছেন এসবই নাকি সাফল্যের সঙ্গে করছেন ব্রাজিল অধিনায়ক৷ নেটদুনিয়া ইতিমধ্যেই ভরে গিয়েছে নেইমারের ট্রোলড ভিডিও-য়৷
#neymar – when do they start with yellow of acting?#FIFA18 #crybaby #footballisnorugby #FunniestTweets pic.twitter.com/i6dwtuvIx8
— Stephan Plomp (@stephanplomp) 27 June 2018
#Neymar keeps rolling in the deep.
original video edit: https://t.co/MpR8yJp69J pic.twitter.com/g5AOCezcST
— ❥ (@queenadeleslays) 30 June 2018
A bar in Rio has officially announced that they will give a free drink to their customers every time #Neymar falls on the ground during the game vs Serbia on Wednesday.
This is not a joke. pic.twitter.com/GDAO5KvkIY
— Seleção Brasileira (@BrazilStat) 25 June 2018
#Neymar imitation pic.twitter.com/78NULLVGVZ
— Batmax (@pascal1403) 23 June 2018
#Neymar in World Cup pic.twitter.com/3jIJlOJk67
— Sportsentertainment (@Sportsenterta11) 23 June 2018
Escpecially for you #Neymar ya cheating bassa pic.twitter.com/Kiz6eADN8V
— @thommybhoy (@eirebhoy) 29 June 2018
But is just a photo #Neymar pic.twitter.com/rTrFHCxqpQ
— valkiria al volante (@valkiriasayiq) 30 June 2018
Who did this 😂#Mbappe #Neymar pic.twitter.com/RpHq2NzWJB
— Francis Adjei Gunner (@franzgunner) 1 July 2018
i don’t understand if #Neymar‘s overrated or if he’s saving his best for last, as a strategy. Frankly, #BRA‘s greatest player seems to be #Coutinho up to now. As I already said, maybe #Neymar‘s antics on 2 previous matches, are part of a plot. I can be wrong though & I like it pic.twitter.com/bRfmaPhOnc
— Jesus and Lara in Paris❤WorldCup Россия🏆 (@BlackQueenLara) 27 June 2018
‘Just feels gravity more than others’ like #Neymar 🤣#BRACRC #WorldCup2018 @shorty_uli62 @soniacolpo @DerickPauls @AndreiAndrei63 @9944Farah @Amber02150 @universenme @marienassar_ @MarionSpekker pic.twitter.com/6YVYToN51W
— ManfredSShah (@ManfredSShah) 24 June 2018
কিন্তু নেইমারের মত এহেন প্রতিভাবান ফুটবলারের এমন অভিনয় করার প্রয়োজনীয়তা কী? এতে কি আদৌ কোনও উপকার হচ্ছে তাঁর দলের৷ নাকি বারবার এভাবে ফাউল পাওয়ার চেষ্টা গতি কমিয়ে দিচ্ছে ব্রাজিলের আক্রমণের? এ প্রশ্নের উত্তর অন্ধ ব্রাজিল সমর্থকদের কাছেও নেই৷ খেলা চলাকালীন একাধিকবার ধারাভাষ্যকারদেরও করতে শোনা গিয়েছে এ প্রশ্ন৷ কে জানে প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন শুধু ব্রাজিল অধিনায়ক৷ বিশেষজ্ঞরা বলছেন, নেইমারের মতো প্রথম সারির তারকাদের কাছ থেকে এ ধরণের প্লে-অ্যাক্টিং প্রত্যাশিত নয়, তাঁর হয়তো আরও দায়িত্বশীল হওয়া উচিত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.