Advertisement
Advertisement

বিতর্ক ঘোচাতে আজ কলম্বিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা হ্যারি কেনের

কী নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক?

FIFA World Cup: England to face Colombia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 3:56 pm
  • Updated:September 14, 2023 6:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক এখনও পিছু ছাড়ছে না ইংরেজদের। যে কোনও প্রসঙ্গেই উঠে আসছে বেলজিয়ামের কাছে ইংল্যান্ডের হেরে যাওয়ার ঘটনা। সেদিন কোচ সাউথগেট অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দিয়ে খেলতে নেমেছিলেন। হেরে যান বেলজিয়ামের কাছে। যদিও রটে যায় ইংল্যান্ড শিবির নাকি ইচ্ছাকৃতভাবে নিজেদের পরাজয় বরণ করে নিয়েছে। যেহেতু, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনোর রাস্তা মসৃণ হয়ে থাকবে। তবে ইংল্যান্ড শিবির যথারীতি এই রটনাকে বাস্তবের অভিমুখ বলে মানতে রাজি নয়।

[ব্রাজিলভক্ত পুনম, অন্তর্বাস খুলেই জয়ের উল্লাসে মাতলেন মডেল]

সমালোচকদের একটাই বক্তব্য, বিশ্বকাপে খেলতে এসে কখনও প্রতিপক্ষ ধরে এগোনো উচিত নয়। ইংল্যান্ড যদি বেলজিয়ামকে হারিয়ে গ্রুপ লিগের শীর্ষে থাকত, তাহলে মুখোমুখি হত জাপানের। যা কলম্বিয়ার থেকে অপেক্ষাকৃত দুর্বল দল। এখন যদি কলম্বিয়ার কাছে কোনও অঘটন ঘটে, তাহলে সাউথগেটকে দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায়। তাই মঙ্গলবার ইংরেজদের কাছে ট্রাপিজের উপর দাঁড়ানোর পরিস্থিতি। যেখানে জিতলে ঠিক আছে। হারলেই ধুন্ধুমার কাণ্ড ঘটে যাবে।

Advertisement

প্রশ্ন হল, ইংল্যান্ড কি পারবে কলম্বিয়াকে হারাতে? রেকর্ড বলছে, এই দুই দলের পাঁচবার দেখা হয়েছে। কোনওবারই কিন্তু ইংল্যান্ড হারেনি। তিনবার জিতেছে, দু’বার হয়েছে ড্র। শেষবার দেখা হয় ২০০৫-এ। সেবার ইংল্যান্ড ৩-২ গোলে জিতেছিল। মাইকেল ওয়েন করেছিলেন হ্যাটট্রিক। এবার ইংল্যান্ড দল দাঁড়িয়ে আছে হ্যারি কেনের উপর নির্ভর করে। পানামা ম্যাচে হ্যাটট্রিক করার পর, আজ আবার তিনি খেলতে নামবেন। এখনও পর্যন্ত পাঁচ গোল দিয়ে সোনার বুট পাওয়ার অন্যতম দাবিদার তিনি। তাই এদিন কেনের দিকেই ইংরেজরা গোল পাওয়ার জন্য তাকিয়ে থাকবেন। অন্যদিকে, কলম্বিয়া নির্ভর করবে রাদামেল ফালকাওয়ের উপর। সেটপিসে কলম্বিয়া এবার পাঁচটার মধ্যে তিনটে গোল করেছে। ইয়েরে মিনা ও দাভিনসন ডিফেন্সে। সেটপিস মানেই খুয়ান ভয়ঙ্কর। তবে কেনদের জন্য একটা স্বস্তির খবর। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে কাফ মাসলে চোট পাওয়ায় অনুশীলন শেষ করতে পারেননি ফরোয়ার্ডের ভরসা হামেজ। গত ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। তাই তাঁকে নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

[‘বড্ড নাটক করে ছেলেটা’, জয়ের কারিগর হয়েও শুধু সমালোচিতই হবেন নেইমার?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement