Advertisement
Advertisement

বিশ্বকাপের নক-আউটে কারা কারা, কোন অঙ্কে আটকে ব্রাজিল-আর্জেন্টিনার ভাগ্য?

দেখে নিন কোন কোন দল উঠে গিয়েছে শেষ ষোলোয়।

FIFA World Cup 2018: who will play in the Round of sixteen
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 5:51 pm
  • Updated:September 19, 2023 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ প্রায় শেষ। অঘটনের বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে অনেকে বড় দলেরই। আবার খানিকটা অপ্রত্যাশিতভাবে নক-আউটে চলে গিয়েছে রাশিয়া, লড়াইয়ে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি ছোট দলই।

এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপ থেকে কারা যাচ্ছে পরের রাউন্ডে, এখনও অঙ্কের গেরোয় আটকে কাদের ভাগ্য।

Advertisement

গ্রুপ-এ                             

কারা রয়েছে?                     রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব

কারা কারা পরের রাউন্ডে?         রাশিয়া, উরুগুয়ে

ছিটকে গিয়েছে কারা?           মিশর, সৌদি আরব

সম্ভাবনা কাদের?                  গ্রুপ-এ-তে ছবিটা মোটামুটি পরিষ্কার। শুধু প্রথম স্থান দখল নিয়ে লড়াই। রাশিয়া-উরুগুয়ে যে জিতবে সেই গ্রুপে শীর্ষ স্থান পাবে।

[লুকাকু-হ্যাজার্ড যুগলবন্দিতে বাজিমাত, তিউনিশিয়াকে দুরমুশ করল বেলজিয়াম]

গ্রুপ-বি                                      

কারা রয়েছে?                     স্পেন, পর্তুগাল, ইরান, মরক্কো

কারা কারা পরের রাউন্ডে?         কোনও দল এখনও নক-আউটে নিশ্চিত নয়

ছিটকে গিয়েছে কারা?           মরক্কো

সম্ভাবনা কাদের?                  এখনও লড়াইয়ে স্পেন, পর্তুগাল, ইরান। পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করতে নিজেদের শেষ ম্যাচে অন্তত ড্র করতে হবে স্পেন-পর্তুগালকে। তবে, শেষ ম্যাচে হারলেও সম্ভাবনা থাকছে দু’দলেরই, সেক্ষেত্রে দেখতে হবে গোলপার্থক্য।

[ছাড় পেলেন না মেসির স্ত্রী, বিশ্বকাপের বিপর্যয় নিয়ে কটাক্ষ অ্যান্তোনেলাকেও]

গ্রুপ-সি                                      

কারা রয়েছে?                     ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, পেরু

কারা কারা পরের রাউন্ডে?         ফ্রান্স

ছিটকে গিয়েছে কারা?           পেরু

সম্ভাবনা কাদের?                  দ্বিতীয় স্থানের লড়াইয়ে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া, শেষ ম্যাচে ড্র করলেও নিশ্চিতভাবে পরের রাউন্ডে চলে যাবে ডেনমার্ক।

[এবার শহরবাসীকে সতর্ক করতে আসরে মেসি, অভিনব প্রয়াস কলকাতা পুলিশের]

গ্রুপ-ডি                                     

কারা রয়েছে?                     ক্রোয়েশিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড, আর্জেন্টিনা

কারা কারা পরের রাউন্ডে?         ক্রোয়েশিয়া

ছিটকে গিয়েছে কারা?           সব দলই লড়াইয়ে রয়েছে

সম্ভাবনা কাদের?                  আর্জেন্টিনা, আইসল্যান্ড, নাইজেরিয়া তিন দলই লড়াইয়ে। পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে আর্জেন্টিনাকে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের ফলাফলের দিকে। আইসল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে জয়েও পরের রাউন্ডের রাস্তা খুলতে পারবেন না মেসিরা।

[রাশিয়ায় গিয়ে বিশ্বকাপের খেলা দেখতে চান, জানেন কত খরচ পড়বে?]

গ্রুপ-ই                             

কারা রয়েছে?                     ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, কোস্টারিকা

কারা কারা পরের রাউন্ডে?         এখনও নিশ্চিত নয় কোনও দল

ছিটকে গিয়েছে কারা?           কোস্টারিকা

সম্ভাবনা কাদের?                  মূল লড়াই তিনটি দলের। সার্বিয়া, সুইজারল্যান্ড, ব্রাজিল। শেষ ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে নিশ্চিত ব্রাজিল, হারলেও সম্ভাবনা থাকছে গোলপার্থক্যের বিচারে।

 

[২৯ ম্যাচে নেই গোলশূন্য ড্র, পেনাল্টিতেও রেকর্ড গড়ার মুখে চলতি বিশ্বকাপ]

গ্রুপ-এফ                                    

কারা রয়েছে?                     মেক্সিকো, জার্মানি, সুইডেন, দক্ষিণ কোরিয়া

কারা কারা পরের রাউন্ডে?         কোনও দল এখনও নিশ্চিত নয়

ছিটকে গিয়েছে কারা?           দক্ষিণ কোরিয়া

সম্ভাবনা কাদের?                  জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলই লড়াইয়ে। পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে জার্মানিকে, তবে ড্র করলেও সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সুইডেন ম্যাচের ফলাফলের দিকে। অন্যদিকে, মেক্সিকো শেষ ম্যাচ ড্র করলেই নিশ্চিত, হারলেও সম্ভাবনা থাকছে গোলপার্থক্যের বিচারে।

 

[মরণবাঁচন ম্যাচের আগে মেসিদের পরামর্শ দিতে এবার আসরে মারাদোনা]

গ্রুপ-জি                                     

কারা রয়েছে?                     বেলজিয়াম, ইংল্যান্ড, পানামা, তিউনিশিয়া

কারা কারা পরের রাউন্ডে?         বেলজিয়াম

ছিটকে গিয়েছে কারা?           তিউনিশিয়া

সম্ভাবনা কাদের?                  মূল লড়াই ইংল্যান্ড এবং পানামার মধ্যে। পানামার বিরুদ্ধে জিতলেই নিশ্চিত ইংল্যান্ড।

[ফের নিজেদের জাত চেনাল জার্মানি, সুইডিশদের হারিয়ে স্বস্তির জয় মুলারদের]

গ্রুপ-এইচ                          

কারা রয়েছে?                     জাপান, সেনেগাল, পোল্যান্ড, কলম্বিয়া

কারা কারা পরের রাউন্ডে?         কোনও দল নিশ্চিত নয়

ছিটকে গিয়েছে কারা?           সব দলই লড়াইয়ে

সম্ভাবনা কাদের?                  এই গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়নি, শেষ হলে ছবিটা পরিষ্কার হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement