Advertisement
Advertisement

ফুটবলারদের দাবি মেনে সরানো হচ্ছে সাম্পাওলিকে, আর্জেন্টিনার নতুন কোচ নিয়ে জল্পনা

কে হবেন নতুন কোচ?

FIFA World Cup 2018:  Sampaoli to be sacked after World Cup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 7:44 pm
  • Updated:September 19, 2023 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রোয়েশিয়া ম্যাচের পরই প্রকাশ্যে এসে গিয়েছিল আর্জেন্টিনা শিবিরের কোচ-ফুটবলার দ্বন্দ্ব। প্রকাশ্যেই কোচের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছিলেন স্ট্রাইকার সের্জিও আগুয়েরো। সাম্পাওলির ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মারাদোনা, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল নীল-সাদা ব্রিগেডের হটসিটে আর বেশিদিন আয়ু নেই সাম্পাওলির। হলও তাই। আর্জেন্টিনা সুত্রের খবর, বিশ্বকাপের পরেই সরানো হচ্ছে জর্জে সাম্পাওলিকে। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে নাম ভেসে আসছে ৮৬’র বিশ্বকাপ জয়ী জর্জ বুরুচাগার ।

[মেসির জন্মদিনেই উদ্ধার তাঁর অন্ধভক্তর দেহ, শোকবিহ্বল পরিবার]

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্রোয়েশিয়া ম্যাচের পর কোচের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেন ফুটবলাররা। ফেডারেশনে গিয়ে কোচের বিরুদ্ধে নালিশও করেন দলের সিনিয়র ফুটবলাররা। তাদের নেতৃত্বে ছিলেন সবচেয়ে অভিজ্ঞ তারকা জাভিয়ার মাসচেরানো। ফুটবলাররা চাইছিলেন নাইজেরিয়া ম্যাচের আগেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক সাম্পাওলিকে। নাহলে বিশ্বকাপের পরেই মেসি-সহ দলের ৬ জন সিনিয়র ফুটবলার অবসর ঘোষণা করবেন বলেও হুমকি দেওয়া হয়।

Advertisement

[বিশ্বকাপের নক-আউটে কারা কারা, কোন অঙ্কে আটকে ব্রাজিল-আর্জেন্টিনার ভাগ্য?]

এরপরই শুক্রবার রাতে সাম্পাওলির সঙ্গে বৈঠক করেন ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া। বৈঠকে তিনি কোচকে জানিয়ে দেন, বিশ্বকাপ চলাকালীন তাঁকে সরানো হচ্ছে না, তবে বিশ্বকাপের শেষেই অব্যাহতি দেওয়া হবে তাঁকে। সেই সঙ্গে তিনি আরও সিদ্ধান্ত নেন, মরণ-বাঁচন নাইজেরিয়া ম্যাচে কোচের নয়, ফুটবলারদের পছন্দের ছকেই খেলবে আর্জেন্টিনা।

[OMG! বিশ্বকাপের ট্রফিতে কোকেন, বড়সড় চক্রের হদিশ]

সাম্পাওলি দায়িত্ব নেওয়ার আগে বেশিরভাগ ম্যাচে আর্জেন্টিনা খেলত ৪-৩-৩ ছকে। এই ছকে বক্সের আশেপাশে আরও বেশি সার্ভিস পেতেন মেসি। সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর তা বদলে দেন। সুত্রের খবর, নাইজেরিয়া ম্যাচে আবার সেই চেনা ছকে ফিরবে আর্জেন্টিনা। মাঠে খেলার ক্ষেত্রেও পুর্ণ স্বাধীনতা দেওয়া হবে ফুটবলারদের। শোনা হবে না কোচ সাম্পাওলির কথা। অর্থাৎ, ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টিনা দলে নামমাত্র কোচ হিসেবে রইলেন সাম্পাওলি, তাঁর বদলে খেলা পরিচালনা করবেন মেসি, আগুয়েরো, মাসচেরানোদের মত সিনিয়র ফুটবলারাই। যদিও, প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করেননি কোচ বা ফুটবলার কোনও পক্ষই। তবে, এই টানাপোড়েনে এটা স্পষ্ট যে আর্জেন্টিনা ড্রেসিংরুমের অবস্থা মোটেই সন্তোষজনক নয়। কোচ-ফুটবলার দ্বন্দ্বে আসলে ক্ষতি হচ্ছে দলেরই, আর সেকারণেই হয়তো খেলার মাঠে জঘন্য পারফরম্যান্স করছেন মেসিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement