সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক ফুটবলপ্রেমীরই স্বপ্ন থাকে অন্তত একবার মাঠে বসে বিশ্বকাপের খেলা দেখার। এ পোড়া দেশের সমর্থকদের জন্য অবশ্যি সে স্বপ্ন বাস্তব হওয়া খুব কঠিন। কারণ, একে তো ভারত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পা দিতে পারেনি এখনও। তার উপর খরচের বহরে আপনার চোখ কপালে উঠবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিফা একগুচ্ছ পরিকল্পনা করেছে সমর্থকদের খরচ কমানোর জন্য, কিন্তা তাতেও যে খরচ হবে তা নেহাত কম নয়
শুরুতেই আসি বিমান ভাড়ায়, আপনি যদি কোনও সস্তা বিমানসংস্থার ইকোনমি ক্লাসের টিকিট কেনেন তাহলেও দিল্লি-মস্কো যাতায়াতে আপনার ট্যাঁক থেকে খসে যাবে অন্তত হাজার পঞ্চাশেক। এরপর আসা যাক হোটেল খরচে। হয়তো ভাবছেন, ইউরোপের ধনী দেশের হোটেল ভাড়া এদেশের থেকে অনেক বেশি হবে। কিন্তু তেমনটা নয়, মস্কো হোক বা কাজান, রাশিয়ার হোটেল ভাড়া এক্কেবারে এদেশেরই মতো। রাত কাটানোর জন্য ঠিকঠাক হোটেল আপনি পেয়ে যাবেন হাজার দু’য়েকের মধ্যেই। তবে হ্যাঁ, আপনি যদি সব অত্যাধুনিক সুবিধাযুক্ত হোটেলে থাকতে চান তাহলে আপনাকে প্রতিদিন গুনতে হবে ৮ থেকে ১০ হাজার টাকা। এক্কেবারে কম খরচে মেসবাড়ির ব্যবস্থা যে নেই তাও নয়, তবে সেগুলিতে কতটা নিরাপদ তা নিয়ে সন্দেহ রয়েছে।
এবার আসা যাক, এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য ট্রেন ভাড়া বা অন্য ‘ট্রান্সপোর্ট কস্টে’। একবার রাশিয়ায় চলে যেতে পারলে আপনি অনেকটা নিশ্চিন্ত। কারণ, এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য আপনাকে একটি পয়সাও খরচ করতে হবে না। তেমনই ব্যবস্থা করেছে ফিফা। বিশ্বকাপের টিকিট কিনলে আপনাকে দেওয়া হবে একটি ‘ফ্যান-আইডি’। এই ‘ফ্যান-আইডি’ আপনার কাছে থাকলে কোনও ট্রেন ভাড়া আপনাকে দিতে হবে না। শুধু তাই নয়, পুতিন সরকার বিশ্বকাপের সমর্থকদের জন্য বিনামূল্যে আলাদা ট্রেনেরও ব্যবস্থা করেছে।
এবার আসা যাক সবচেয়ে কঠিন কাজটিতে। অর্থাৎ টিকিট জোগাড় করা। গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ, তাই ধরে নিচ্ছি আপনি কাটবেন নক-আউট পর্বের টিকিট, যা জোগাড় করা কার্যত অসম্ভব। কারণ ইতিমধ্যেই অধিকাংশ ম্যাচের টিকিট শেষ, যে দু-একটা ম্যাচের বাকি আছে তার জন্যও ইন্টারনেটে লম্বা লাইন ফুটবলপ্রেমীদের। তবু, কপালজোরে আপনি যদি পেয়ে যান তাহলে আপনাকে গুনতে হবে কয়েক হাজার টাকা। বিশ্বকাপে চার ক্যাটেগরির টিকিট বিক্রি হচ্ছে। রাউন্ড অফ সিক্সটিন অর্থাৎ শেষ ষোলোয় ক্যাটেগরি-ওয়ানের টিকিটের দাম প্রায় ১৭ হাজার টাকা। সর্বনিম্ন অর্থাৎ ক্যাটেগরি ফোর-এর টিকিটের প্রায় দাম ২ হাজার ৭০০ টাকা। কোয়ার্টার ফাইনালের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম যথাক্রমে ২৫ হাজার এবং ৪,৫০০ টাকা। সেমি ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম প্রায় ৫১ হাজার টাকা, সর্বনিম্ন টিকিটের দাম ৫ হাজার ৩০০ টাকা। মেগা ফাইনালের টিকিটের জন্য আপনাকে গুণতে হবে অন্তত ১০ হাজার টাকা, সর্বনিম্ন টিকিটের দাম এটিই। সর্বোচ্চ টিকিটের দাম প্রায় ৭৫ হাজার।
বুঝতেই পারছেন, কম করে হলেও রাশিয়ায় গিয়ে একটি ম্যাচ দেখতে আপনার খরচ হবে অন্তত লাখ খানেক। আম বাঙালির পক্ষে এই টাকাটা জোগাড় করা খুব একটা সহজ কথা নয়। কিন্তু তাতে কী? আবেগের কাছে হার মানে দারিদ্রও, আর তা দেখিয়েছেন অনেকেই। আপনিও চেষ্টা করতে পারেন, এবার নাহয় নাই হল, এখন থেকে চেষ্টা করুন। কে জানে চার বছর পর কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেয়ে যেতেই পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.