Advertisement
Advertisement

Breaking News

দল গোল করতেই পোশাক খুললেন ফুটবলপ্রেমী, ভাইরাল ছবি

দেখুন সেই উচ্ছ্বাসের ছবি।

 FIFA World Cup 2018: Fan goes naked in goal celebration
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 8:10 pm
  • Updated:September 14, 2023 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল গোল করলেই নগ্ন হবেন, আগেই ঘোষণা করেছিলেন পেরুর সুপারমডেল নিসু কাউটি। ম্যাচের আগে থেকেই তাই শিরোনামে এই সুন্দরী। আজ ফ্রান্স-পেরু ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে হাজারো ক্যামেরার রোশনাই থাকবে তাঁর দিকে। কারণ ওই উদ্দাম যৌবনা যুবতী  ঘোষণা করেছেন, দল গোল করলে মাঠেই প্রকাশ্যে নিজের স্তনযুগল উন্মুক্ত করে দেবেন তিনি। কিন্তু নিসু যখন প্রচারের আলো কুড়োচ্ছেন, তখন নীরবে নগ্ন হওয়ার কাজটি করে ফেললেন ডেনমার্কের এক সমর্থক।

[জালে বল জড়ালেই শরীরে সুতো রাখবেন না, কে এই ‘হট’ নিসু? ]

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডেনমার্কের খেলা চলাকালীন ভরা স্টেডিয়ামেই খুলে ফেললেন সব পোশাক। ম্যাচের বয়স তখন মিনিট সাতেক। গোল করেছেন ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসন। গোল করার সঙ্গে সঙ্গেই লক্ষ চোখের সামনে এই কীর্তিটি করে ফেললেন ডেনমার্কের এই ভক্তটি। ক্যামেরুন অ্যাটফিল্ড নামে এক সমর্থক এই ছবিটি তুলে টুইট করেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি।

Advertisement

নগ্ন ভক্তের এই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ শেষ পর্যন্ত ম্যাচ জিতে ফিরতে পারেনি ডেনমার্ক। ম্যাচের ৩৮ তম মিনিটে গোল করে  সমতা ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিলে জেডিনাক। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ। ১ পয়েন্ট পেয়ে নক-আউটে যাওয়ার আশা কোনওরকমে জিইয়ে রাখল অজিরা।

এই ম্যাচের পর আপাতত পেরু-ফ্রান্স ম্যাচে। কারণ এই ম্যাচেই নগ্ন হওয়ার কথা নিসুর।এর  আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-০ গোলে ডেনমার্কের কাছে হেরে যায় পেরু। ফলে অনেককেই নিরাশ করে নিজের ‘সম্পদ’ প্রদর্শিত করতে পারেননি ইনকার দেশের সুন্দরী। দল হেরে যাওয়ায় যেমন দুঃখিত নিসু, তেমনই এহেন সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ অনুরাগীরাও। আজ ভাগ্য বিপর্যয় ঘটলে আর বক্ষ প্রদর্শনের সুযোগ নাও পেতে পারেন পেরু দলের ‘গার্লফ্রেন্ড’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement