Advertisement
Advertisement

খুদে সমর্থকের কান্না থামিয়ে রোনাল্ডো বোঝালেন আসল নায়ক তিনিই

দেখুন সেই ভিডিও৷

FIFA WC2018: Ronaldo wins over social media with touching gesture
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2018 7:38 pm
  • Updated:September 14, 2023 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের ভিতরে তিনি নায়ক৷ স্পেন ম্যাচের পর গোটা বিশ্ব নাম জপছে হ্যাটট্রিক হিরোর৷ কার্যত একার হাতে স্প্যানিশ আর্মাডার হাত থেকে নিজের দলকে উদ্ধার করার নায়ক, নায়োকচিত কাজ করলেন মাঠের বাইরেও৷ পর্তুগালের টিম বাসের সামনে একা দাঁড়িয়ে কাঁদছিল রোনাল্ডোর এক খুদে ভক্ত৷ কাছে গিয়ে তাঁর কান্না থামালেন পর্তুগিজ অধিনায়ক৷

[গ্যালারিতে এবার ‘দ্বাদশ ব্যক্তি’ ক্লোভিসকে মিস করবেন নেইমাররা]

স্পেন ম্যাচের পর গোটা দল তখন যাচ্ছিল টিম বাসের দিকে৷ গন্তব্য হোটেল৷ কিন্তু বাসে ওঠার পরই সিআরসেভেন দেখতে পান নিরাপত্তারক্ষীর সঙ্গে খুদে সমর্থকের ঝগড়া৷ আসলে শিশুটি চাইছিল তাঁর স্বপ্নের নায়ককে এক ঝলক দেখতে৷ কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর অনুমতি দেয়নি কর্তৃপক্ষ৷ তাতেই কান্না জুড়ে দিয়েছিল শিশুটি৷ পুরো ব্যপারটি জানতে পেরে রোনাল্ডো নিজে বেরিয়ে আসেন টিম বাস থেকে৷ নিজের হাতে মুছিয়ে দেন খুদে সমর্থকের চোখের জল৷ তাঁকে জড়িয়ে ধরেন রোনাল্ডো৷ শিশুটিকে নিজের সই করা জার্সি উপহার দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গেও ছবিও তোলেন৷ নিজের স্বপ্নের নায়কের এই সান্নিধ্যে হাসি ফুটে ওঠে খুদে সমর্থকটির মুখে৷ রোনাল্ডো আর খুদে ভক্তর এই ভিডিও মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাঁরই এক সমর্থক৷ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি, আর তা প্রশংসা কুড়োচ্ছে নেট দুনিয়ায়৷

Advertisement

[বিশ্বকাপ জ্বরে কাবু সাংসদ, শুরু হচ্ছে এমপি নকআউট টুর্নামেন্ট]

রাশিয়ায় উড়ে আসার আগেও দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর সঙ্গে দেখা করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন রোনাল্ডো৷ পর্তুগালের দুই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকেও জার্সি উপহার দিয়েছিলেন সিআরসেভেন৷ তাদের কথা দিয়েছিলেন ভাল কিছু করবেন বিশ্বকাপে৷ সেই কথা তিনি রাখতে পারেন কিনা আপাতত সেটা দেখতেই মুখিয়ে তাঁর ভক্তরা৷

;

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement