সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার ডিফেন্স কি আদতেই নড়বড়ে৷ নাকি তরুণ এমবাপের স্কিল আর গতির সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল মেসিদের স্বপ্ন৷ ফুটবল বিশ্ব এখনও এ তুল্যমূল্য আলোচনায় ব্যস্ত৷ তবে এ কথা অনস্বীকার্য যে, এ পৃথিবীতে নতুন তারকার জন্ম দেখছেন ফুটবলপ্রেমীরা৷ তিনি কিলিয়ান এমব্যাপে৷ উনিশের তারকা শুধু ফুটবল মাঠই দাপাচ্ছেন তা নয়, জীবনের ময়দানেও নায়ক হয়ে উঠছেন৷ সমাজের কাজে তুলে দিচ্ছেন ম্যাচ ফি-র পুরোটাই৷
[ বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট ]
আর্জেন্টিনার বিরুদ্ধে নজর কেড়ে ফ্রান্সের নায়ক হয়ে গিয়েছেন তরুণ এমবাপে৷ জিদান, অঁরির লিগ্যাসি তাঁর পায়ের ছন্দেই খুঁজে পাচ্ছেন ফ্রান্সের সমর্থকরা৷ তবে জাতীয় দলের শুধু নয়৷ জাতীয় জনজীবনেই নায়ক হয়ে উঠছেন এই তরুণ খেলোয়াড়৷ নিজের ম্যাচ ফি-র পুরোটাই তিনি দান করছেন দেশের কাজে৷ ম্যাচ প্রতি প্রায় কুড়ি হাজার ইউরো৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় যে অঙ্ক হয় প্রায় ১৬ লক্ষ টাকা৷ ম্যাচের জন্য পাওয়া এই টাকা দেশের কাজের জন্য দান করছেন তিনি৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত? উনিশের তারকা মনে করেন, দেশের জন্য ঘাম ঝরানোর জন্য কোনও পারিশ্রমিকের দরকার হয় না৷ খেলোয়াড় হিসেবে তিনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন তা হয়তো ভবিষ্যতেই বোঝা যাবে৷ বিশ্বকাপের বিস্ময় নাকি তিনি জিদান-অঁরিদের সঙ্গে একাসনে বসবেন কী না, তা সময়ের অপেক্ষা৷ তবে দেশের জার্সি গায়ে যিনি নিজেকে উৎসর্গ করতে পারেন, দেশ তাঁকেই মনে রাখে৷ ফুটবলের ইতিহাসও দেশের সেই নায়ককে বরণ করে নেয়৷ এমবাপে এখনও পর্যন্ত ইতিহাসের পাতায় ওঠার মতো কীর্তি করে ফেলেছেন৷ টিন এজার হিসেবে নক আউটে জোড়া গোল করে ইতিমধ্যেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি৷ দেশকে দেওয়ার মতো এখনও বহু বারুদ মজুত তাঁর কাছে৷ তবে এটাই সব নয়৷ দেশের একজন সৈনিক হিসেবে যেভাবে তিনি অর্থ ছাড়াই খেলে যাচ্ছেন, তা হয়তো অনেকের কাছেই নজির৷ ক্লাব না দেশ কে আগে, এ নিয়ে অনেক সময়ই প্রশ্নের মুখে পড়েন খেলোয়াড়রা৷ এমবাপে যেন বুঝিয়ে দিলেন কারও কারও কাছে এ প্রশ্নই অর্থহীন৷
Kylian Mbappé will donate everything he earns with #FRA at the #WorldCup to charity. This will add up to €20,000 per game.
He believes players don’t need money to represent their country.
Legend. pic.twitter.com/1KujzRn1or
— Laureus (@LaureusSport) June 29, 2018
[ মেসির ব্যর্থতার দিন জন্ম নয়া তারকার, পেলের কীর্তি ছুঁয়েও তুলনায় আপত্তি এমবাপের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.