Advertisement
Advertisement

Breaking News

ইতিহাস সমৃদ্ধ ক্লাবগুলিকে অস্বীকার করা যাবে না : ফিফা সভাপতি

"ইতিহাস সমৃদ্ধ ক্লাবগুলিকে অস্বীকার করা যাবে না"৷

FIFA President Infantino impressed by the growth of Indian football
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 9:52 am
  • Updated:September 28, 2016 12:04 pm  

দুলাল দে, পানাজি: আইএসএল না আই লিগ? ভারতীয় ফুটবলের ইতিহাস সমৃদ্ধ ক্লাব, না হঠাৎ উঠে আসা আর্থিকভাবে সচ্ছ্বল পেশাদার মনোভাব নিয়ে চলা ক্লাব৷ কাদের হাতে থাকবে ভারতীয় ফুটবল?

এই বিতর্কের সমাধান সূত্র খুঁজতে প্রতিদিন কাগজের পর কাগজ আর সময় খরচ হয়ে চলেছে৷ এবার আসরে নেমে পড়লেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো স্বয়ং৷ পানাজিতে এআইএফএফ-র এবং অনূর্ধ-১৭ বিশ্বকাপের নতুন লোগো উদ্বোধন করতে এসে তিনি বললেন, “ভারতীয় ফুটবলের ইতিহাস সমৃদ্ধ পুরনো ক্লাবগুলিকে (পড়ুন মোহনবাগান, ইস্টবেঙ্গল) কিছুতেই অস্বীকার করা যাবে না৷ আবার ইন্ডিয়ান সুপার লিগেও বেশ কিছু ভাল ক্লাব উঠে এসেছে৷ যেহেতু আই লিগই ভারতের সরকারিভাবে স্বীকৃত লিগ, তাই ফেডারেশনের উচিত, দু’লিগের ক্লাবগুলিকে একটা জায়গায় এনে একটাই লিগ করা৷ আর এই এক জায়গায় আসতে গেলে ভারতীয় ফুটবলের ইতিহাস সমৃদ্ধ ক্লাবগুলির সঙ্গে নতুন জন্ম নেওয়া ক্লাবগুলিকেও নিজের নিজের জায়গায় কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে৷ তাহলেই সবাইকে এক ছাতার তলায় আনা সম্ভব হবে৷”

Advertisement

বর্তমান ফিফা সভাপতি একেবারে যেন আম আদমির একজন৷ বয়স মাত্র ৪৬৷ কথা বলার মাঝেই চোখ টিপে মজা করছেন৷ মুখে সবসময় লেগে থাকা হাসি৷ জিয়ান্নিকে কাছে পেয়ে সুযোগটা হাতছাড়া করলেন না ফেডারেশন কর্তারা৷ ভারতীয় ফুটবলের উপর আগেই প্রেজেন্টেশন তৈরি করে রাখা ছিল যা দেখানো হল ফিফা সভাপতিকে৷ ছিলেন এএফসি সভাপতি শেখ সলমনও৷ দু’জনেই প্রেজেন্টেশন দেখে অভিভূত৷

রব বান যে ‘লক্ষ্য’ তৈরি করে দিয়েছিলেন, সেই পথ ধরেই তৈরি হয়েছে গ্রাস রুট প্রোগ্রাম৷ দেখানো হল দেশে রয়েছেন ৪ হাজারের বেশি লাইসেন্স প্রাপ্ত কোচ৷ আই লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচও দেখানো হল৷ সঙ্গে আইএসএল৷ যেখানে রবার্তো কার্লোস, জিকো, দেল পিয়েরো, আনেলকা, ফোরলানরা খেলতে এসেছেন৷ তখনই এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল তুলে ধরেন আইএসএল আর আই লিগের সমস্যার কথা৷ পরে ইনফানতিনোর পাশে বসে প্রফুল্ল প্যাটেল বলছিলেন, “আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা চলছে৷ আমরা ভারতীয় ফুটবলের ইতিহাস সমৃদ্ধ ক্লাবগুলিকে অস্বীকার করতে পারি না৷ কীভাবে সব ঠিকঠাক জায়গায় আনা যায়, তার একটা প্রক্রিয়া চলছে৷”

এআইএফএফ প্রেসিডেন্ট দাবি জানান, “আমাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ আয়োজন করার সুযোগ দিন৷” অনূর্ধ্ব-১৭-র পর অনূর্ধ-২০ বিশ্বকাপের আয়োজনও কি ভারত করতে পারে? ইনফানতিনো পরে সাংবাদিক সম্মেলনে এসে বললেন, “অবশ্যই হতে পারে৷ তবে আমি এটা এখানেই সিদ্ধান্ত নিতে পারি না৷ ফিফা কাউন্সিলে ভারতের দাবি নিয়ে অবশ্যই আলোচনা হবে৷ ভারতীয় ফুটবলের উন্নতিতে ফিফা সবরকম সাহায্য করবে, কথা দিচ্ছি৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement