Advertisement
Advertisement

OMG! স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল রোনাল্ডোকে

মাঠে নামামাত্র তাঁকে সংগঠক কমিটি এবং ফিফার প্রতিনিধিদের বাধার মুখে পড়তে হল৷

FIFA kicks off ronaldo out of stadium, here's why
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 11:37 am
  • Updated:December 15, 2016 11:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডো লাফাচ্ছেন, প্রচুর দৌড়চ্ছেন, সতীর্থদের সঙ্গে মজা করছেন, আবার দরকার হলে বল বয়ের কাজও করছেন!

চার নম্বর ব্যালন ডি’ওর জয়ের জের? রিয়াল কোচ জিদান পাত্তাই দিলেন না৷ বললেন, “ধুর, ক্রিশ্চিয়ানো বরাবরই এরকম৷ যদি প্রদর্শনী ম্যাচও হয়, তা হলেও এরকমই সিরিয়াস৷ এবং, জেতার জন্য পুরো ঝাঁপায়৷ ট্রেনিংয়েও পুরোটা দেয়৷ এই পুরস্কার কিচ্ছু বদলে দেয়নি৷”

Advertisement

এই না বদলে যাওয়ার ধাক্কাও নিতান্ত কম নয়৷ যেমন, যে ইওকোহামা স্টেডিয়ামে বৃহস্পতিবার রিয়ালের খেলা, সেখানে কিছু আগে পৌঁছে বাড়তি প্র্যাকটিস করতে চেয়েছিলেন রোনাল্ডো৷ কিন্তু, মাঠে নামামাত্র তাঁকে সংগঠক কমিটি এবং ফিফার প্রতিনিধিদের বাধার মুখে পড়তে হল৷ একরকম বেরই করে দেওয়া হল মাঠ থেকে৷ একবার নয়, দু’বার৷ পরে ফিফার প্রতিনিধি বললেন, “কাউকে বাড়তি সুবিধা নয়৷ রিয়ালের জন্য যেটুকু সময় নির্দিষ্ট, সেটুকু সময়ই ওদের নামতে দেওয়া হয়েছে৷ রোনাল্ডো দু’বার মাঠে ঢুকতে চেয়েছিলেন৷ ওঁকে সরিয়ে দেওয়া হয়েছে৷ শুধু উনি নন, রিয়ালের ইসকোকেও আমরা একই কারণে মাঠে ঢুকতে দিইনি৷”

হয়তো এই কারণেই যেটুকু সময় প্র্যাকটিসের জন্য পেলেন, চুটিয়ে কাজে লাগালেন রোনাল্ডো৷ বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার সামনে মেক্সিকোর ক্লাব আমেরিকা৷ তাতে অধিনায়ক র্যামোসকে পাচেছ না রিয়াল৷ প্র্যাকটিসের সময় হাঁটুতে সামান্য টান বোধ করেছেন৷ জিদানের কথায়, ক্লান্তির জন্যই এটা হয়েছে৷ খেলতেই পারতেন৷ কিন্তু, তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে৷ কারণ, তাঁর কথায় “সামনে লম্বা একটা মরশুম পড়ে আছে৷ অনেক ম্যাচ আছে৷ অকারণে ওর উপর শারীরিক চাপ দেওয়ার মানে হয় না৷” আরেক ডিফেন্ডার পেপেও খেলবেন না৷

লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে-র প্রবল চাপের মাঝে এই বিশ্ব ক্লাব কাপ৷ জিদান বললেন, “এটা আমাদের উপরই চাপ বাড়াচ্ছে৷ কিছু দল আছে, যারা হয়তো মাত্র একবারই রিয়ালের সঙ্গে খেলার সুযোগ পায়৷ সেখানে তারা নিজেদের উজার করে দেয়৷ কিন্তু, আমাদের চাপ বেশি থাকে৷ কারণ, আমাদের জিততেই হয়৷ লোকের প্রত্যাশা তেমনই থাকে৷ সে আমরা টানা ৪০ ম্যাচ জিতি, বা ৫০ ম্যাচ৷”

রিয়াল এবং ক্লাব আমেরিকা ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে খেলবে জাপানোর কাশিমা অ্যাণ্টলার্সের বিরু‌দ্ধে৷ বৃহস্পতিবার রিয়াল এবং আমেরিকার ম্যাচটি ভারতীয় সময় বিকেল চারটেয় সরাসরি দেখা যাবে নিও স্পোর্টসে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement