Advertisement
Advertisement

বিশ্বকাপ ফাইনালে খেলবে কোন দুই দল? পছন্দ জানালেন বেকহ্যাম

আন্দাজ করতে পারেন?

FIFA football World Cup 2018: David Beckham predicts England Vs Argentina
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 3:17 pm
  • Updated:June 21, 2018 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে সবে একটা ম্যাচ খেলেছে ইংল্যান্ড৷ তাও আবার তিউনিশিয়ার বিরুদ্ধে৷ আর এখনই নিজের দেশকে বিশ্বকাপের ফাইনালে দেখতে শুরু করে দিলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম৷ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেই বেকহ্যাম বেছে নিয়েছেন নিজের সেরা দুই দলকে৷ জানাচ্ছেন, ফাইনালে তারাই মুখোমুখি হবে৷

চলতি বিশ্বকাপে বেলজিয়ামের মতো ইংল্যান্ডকেও কালো ঘোড়া বলে চিহ্নিত করেছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ৷ দলের নতুন অধিনায়ক হ্যারি কেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই যে দলকে এগিয়ে নিয়ে যাবেন, এমন আশা অনেকেরই৷ আর প্রথম প্রদর্শনে সেই ছাপও রাখতে সফল হয়েছেন হ্যারি৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজির গড়েছেন৷ আর তারপর থেকেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্রিটেনবাসী৷ যাঁদের সঙ্গে সুর মিলিয়েছেন বেকসও৷ শেষবার ২০০৬ বিশ্বকাপে বেকহ্যামের নেতৃত্বেই শেষ আট পর্যন্ত পৌঁছেছিল দল৷ গত দুই বিশ্বকাপের স্মৃতি ইংল্যান্ডের কাছে খুব একটা সুখকর নয়৷ তাই এবার নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর হ্যারি অ্যান্ড কোং৷ ১৯৬৬ সালের সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফেরাতে চান রাশিয়ায়৷ বেকহ্যামেরও আশা, এবার চমক দেবে তাঁর দেশ৷

Advertisement

[আজ ঘুরে দাঁড়াতে মরিয়া মেসি, ম্যাচের আগেই সাম্পাওলির অজুহাতে অবাক বিশ্ব]

ফুটবলকে বিদায় জানালেও তাঁর জনপ্রিয়তায় ছিটেফোঁটাও ভাটা পড়েনি৷ আজও তাঁর ভক্তরা মুখিয়ে থাকেন তাঁর বক্তব্য শুনতে৷ ফুটবলের প্রচারে আপাতত চিনে তিনি৷ আর সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এবার নিজের দেশ নিয়ে তিনি কতটা আশাবাদী? বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বেকস বলেন, “আমার মনে হয় ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা৷ আর সেই ফাইনালে আমি তো আচইব ইংল্যান্ডই জিতুক৷ তবে দেশের প্রতি ভালবাসা থেকে খানিকটা পক্ষপাতদুষ্ট হয়েই কথাটা বললাম৷” তবে এরপরই বেকস ইংল্যান্ড কোচ গ্যারেথকে সতর্ক করেছেন৷ বলছেন, “বিশ্বকাপের এখন অনেকটা পথ বাকি৷ কোচের জন্য লড়াইগুলি নেহাত সহজ হবে না৷” দলের প্রথম জয়ে দারুণ খুশি তিনবারের বিশ্বকাপার৷ “দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে৷ খুব বেশি অভিজ্ঞ তারকা নেই৷ আর টুর্নামেন্ট যত এগোবে ততই কঠিন হবে লড়াই৷ কারণ এখানে অনেক ভাল ভাল দল রয়েছে৷” বলছেন বেকস৷

হিসেব কষলে দেখা যাবে, সেমিফাইনালে অথবা ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতেই পারে আর্জেন্টিনা৷ তবে বেকহ্যাম বাজি ধরেছেন সেই দলকে যে আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই আটকে গিয়েছে৷ যেখানে বেশ নড়চড়ে দেখিয়েছে খোদ লিওনেল মেসিকে৷ তাই বেকহ্যামের ভবিষ্যদ্বাণী কতটা বাস্তবায়িত হয়, সেটাই দেখার৷

[রোনাল্ডো যেন ঝাঁজালো পোর্ট ওয়াইন, ম্যাচ জিতে দিলখোলা কোচ স্যান্টোস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement