Advertisement
Advertisement

Breaking News

আর্জেন্টিনা ম্যাচের আগে অস্বস্তিতে ক্রোয়েশিয়া শিবির, প্রকাশ্যে কোচ-ফুটবলার দ্বন্দ্ব

দেশে ফেরানো হল নামী তারকাকে।

FIFA football world cup 2018: Croatia striker Kalinic sent home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 4:39 pm
  • Updated:September 14, 2023 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা পরে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ। তার আগে চরম অস্বস্তিতে ক্রোয়েশিয়া শিবির। দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে আসতেই বড় সিদ্ধান্ত নিতে হল কোচ দালিচকে। দলের অন্যতম প্রধান অস্ত্র এসি মিলান স্ট্রাইকার কালিনিচকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেন মডরিচদের হেড কোচ। মূলত কোচের সিদ্ধান্ত না মানা, এবং অনুশীলনে শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগে কালিনিচের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন।

[রাশিয়ার বিরুদ্ধে সালাহকে নামিয়ে অল-আউট যেতে চাইছে মিশর]

বিতর্কের সূত্রপাত নাইজিরিয়ার বিরুদ্ধের ম্যাচ দিয়ে। এসি মিলানের মত নামী ক্লাবে খেলা সত্ত্বেও প্রথম একাদশে সুযোগ পাননি কালিনিচ। পরে দ্বিতীয়ার্ধে তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোচ দালিচ। সাইড লাইনে দাঁড়িয়ে কালিচকে ওয়ার্ম-আপ করার নির্দেশ দেন কোচ। কিন্তু তিনি ওয়ার্ম আপ করতে অস্বীকার করেন। পরিবর্তন হিসেবে নামতেও চাননি এসি মিলান স্ট্রাইকার। বাধ্য হয়ে অন্য ফুটবলারকে নামাতে হয় কোচ দালিচকে। টেলিভিশন ক্যামেরায় সেই ছবি ধরা পড়ার পরই জল্পনা শুরু হয়ে যায় ক্রোয়েশিয়া সমর্থকদের মধ্যে। পরে সাংবাদিক বৈঠকে কোচ দালিচ স্বীকার করে নেন দলের ভিতরে অস্বস্তির কথা। দলের ভিতরের সংঘাতের ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল সেদিনই। নাইজিরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের আনন্দটাও কিছুটা ফিকে হয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া শিবিরে। এরপরই কোচ তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন। দল থেকে বের করে দেওয়া হয় তারকা স্ট্রাইকারকে।

Advertisement

[কেন সাইক্লোনে উড়ে গেল তিউনিশিয়া, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের]

কোচ দালিচের সঙ্গে কালিনিচের সংঘাত নতুন কিছু নয়। বিগত চার ম্যাচে একবারও প্রথম একাদশে সুযোগ পাননি কালিনিচ। পরপর চারটি ম্যাচেই তাঁকে নামতে হয়েছে পরিবর্ত হিসেবে। তাঁর অভিযোগ পক্ষপাতিত্ব করছেন কোচ। এরপরই প্রকাশ্যে চলে আসে কোচ-ফুটবলার দ্বন্দ্ব। যার খেসারত এখন দিতে হচ্ছে ক্রোয়েশিয়া শিবিরকে। আপাতত ক্রোয়েশিরা হাতে রয়েছেন একজন মাত্র স্ট্রাইকার। মারিও মানজুচিচ চোট পেলে বা তাঁর পরিবর্ত প্রয়োজন হলে কাকে ব্যবহার করা হবে তা নিয়ে ধন্দে ক্রোয়েশিয়া সমর্থকরা। আর্জেন্টিনার মত বড় দলের বিরুদ্ধে নামার আগে নিঃসন্দেহে কোচের এই সিদ্ধান্ত ধাক্কা দিয়েছে মডরিচ-রাকিটিচদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement