সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্মাদনা, উচ্ছ্বাস প্রকাশ? নাকি প্রকাশ্যে অসভ্যতা! কলম্বিয়ার এক মহিলা সাংবাদিককে যেভাবে প্রকাশ্যে হেনস্তার শিকার হতে হল তাতে এই প্রশ্নই উঠেছে ফুটবল মহলে৷
[ প্র্যাকটিসে চোট পেয়ে ফের ব্রাজিলের চিন্তা বাড়ালেন নেইমার, দেখুন ভিডিও ]
একটি জার্মান টিভি চ্যানেলের হয়ে কাজ করেন কলম্বিয়ার ওই মহিলা সাংবাদিক৷ ম্যাচের পর লাইভ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তিনি৷ তখনই তাঁর নজরে পড়ে এক ব্যক্তিকে৷ ধারেকাছেই দাঁড়িয়ে ছিলেন তিনি৷ অনেকেই এভাবে দাঁড়িয়ে থাকেন৷ হয়তো টেলিভিশন চ্যানেলের কাজ দেখার জন্য৷ ফলে বিশেষ মাথাব্যথা ছিল না জুলিয়েথ গঞ্জালেস থেহরানের৷ কিন্তু যেইমাত্র তিনি লাইভ দেওয়া শুরু করলেন, অমনি বিপত্তি৷ অপেক্ষমান ব্যক্তি ফ্রেমের মধ্যে ঢুকে পড়েন৷ শুধু তাই নয়, সাংবাদিকের গালে চুমু খান৷ দৃশ্যতই অস্বস্তির পরিবেশ৷ যদিও তাতে ঘাবড়ে যাননি সাংবাদিক৷ তিনি নিরুদ্বেগ থাকার আপ্রাণ চেষ্টা করেই তাঁর কাজ চালিয়ে গিয়েছেন৷ এমনকী ওই ব্যক্তি যেভাবে তাঁর হাত রেখেছিলেন তা রীতিমতো আপত্তিকর৷ মহিলা সাংবাদিকের বুকের উপর হাত রেখেই তিনি চুমু খেয়ে চলে যান৷
ঘটনার ভিডিও শেয়ার করে পরে বিবৃতি দিয়েছেন জুলিয়েথ৷ জানিয়েছেন, যতক্ষণ তিনি লাইভের প্রস্তুতি নিচ্ছিলেন ততক্ষণ ওই ব্যক্তি কিছু করেননি৷ কিন্তু লাইভ শুরু হতেই এই কাণ্ড ঘটান৷ তবে কি উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই কাজ করেছেন ব্যক্তিটি? নেহাতই ফুটবলপাগল নাকি একেবারে পরিকল্পিত অসভ্যতা, সে প্রশ্নও উঠেছে৷ যদিও ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷ এমনকী পোশাক দেখেও বোঝা যায়নি তিনি কোন দেশের নাগরিক৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা৷ প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চেও কি মহিলারা নিরাপদ নন? অন্তত এরকম একটা আসরে মহিলারা যাতে নিরাপদ বোধ করেন, তার দায়িত্ব নেওয়া উচিত ফুটবলপ্রেমীদেরই৷ এমনটাই মত বিশ্ববাসীর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.