Advertisement
Advertisement

মেসির জন্য উপযুক্ত পজিশন খুঁজে পাইনি, স্বীকারোক্তি সাম্পাওলির

দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি মেসি?

FIFA football world cup 2018: Argentine coach accepts responsibility
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 12:14 pm
  • Updated:September 14, 2023 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার খেলা দেখার পর অনেক বিশেষজ্ঞই বলছেন মেসিদের দলে হয় রাজনীতি ঢুকে গিয়েছে, নাহয় কোচের স্ট্র্যাটেজির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না ফুটবলাররা। কোথাও একটা বোঝাপড়ার অভাব যে ঘটছে তা এদিন স্বীকার করে নিলেন খোদ আর্জেন্টিনার কোচ। সাম্পাওলি স্বীকার করলেন, মেসির জন্য কোনও পজিশনই খুঁজে পাননি তিনি। পরোক্ষে হয়তো তিনি বুঝিয়ে দিতে চাইলেন তাঁর ছকের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না বার্সা মহাতারকা।

[মেসিদের নিয়ে ছেলেখেলা করলেন ক্রোটরা, লজ্জার হার আর্জেন্টিনার]

ক্রোয়েশিয়ার কাছে চূড়ান্ত বিপর্যয়ের পর সমস্ত মিডিয়া আশা করেছিল, লিওনেল মেসি সাংবাদিক সম্মেলন করতে আসবেন। কিন্তু এলেন কোচ জর্জ সাম্পাওলি। এলেন জ্যাকেট খুলে।এসে বললেন, ‘ক্রোয়েশিয়ার কাছে এ রকম হারের ফলে আমার যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। কিন্তু লজ্জা হচ্ছে না। আমি নিজেই এমন বিপর্যয়ের জন্য দায়ী। প্রথম গোলটাই আমাদের মানসিকভাবে শেষ করে দিয়েছিল। আমি বুঝতে পারছি, কত আর্জেন্টাইন ভক্তের স্বপ্নভঙ্গ করলাম। আমি ক্ষমাপ্রার্থী। আমি ক্ষমাপ্রার্থী তাঁদের কাছে যাঁরা এত দূর থেকে আমাদের খেলা দেখতে এসেছিলেন। আর হ্যাঁ, মেসিকে দোষ দেবেন না।’

Advertisement

[অনন্য নজির এমবাপের, পেরুকে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে ফ্রান্স]

এরপরই বোমাটি ফাটান সাম্পাওলি। স্বীকার করলেন, হারের জন্য তিনিই দায়ী। বললেন, ‘লিওর কোনও দোষ নেই এখানে। আমি নিজেই দায়ী। বরং বলব, লিওর মতো প্রতিভার সঙ্গে পাল্লা দেওয়ার প্রতিভা আমার টিমে নেই। ওর জন্য সঠিক কোনও পজিশনই আমি খুঁজে পাইনি। যেখানে ও বাকিদের সঙ্গে মানিয়ে নিতে পারবে। তাই বলছি, রোনাল্ডোর সঙ্গে তুলনা করার আগে বুঝতে হবে মেসির কাজটা আরও বেশি কঠিন। কারণ দল এখনও মেসির সঙ্গে বোঝাপড়াটা গড়ে তুলতে পারেনি।’

[কোস্টারিকার বিরুদ্ধে নামার আগে ব্রাজিলের চিন্তা নেইমারের ফিটনেস]

প্রথম ম্যাচ থেকেই স্ক্যানারে ছিল সাম্পাওলির স্ট্র্যাটেজি। কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ ফুটবল রাজপুত্র মারাদোনা। হুমকির সুরেই বলেছিলেন, ভাল ফল না করলে আর্জেন্টিনায় ঢুকতে পারবেন না সাম্পাওলি। হিগুয়েন, আগুয়েরো, মেসি, ডি’মারিয়া, মাসচারানো, দিবালাদের মতো তারকা থাকা সত্বেও দলের এহেন হতশ্রী পারফরম্যান্সের জন্য কোচের স্ট্র্যাটেজি যে অবশ্যই দায়ী তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে সেকথা স্বীকার করে নিলেন আর্জেন্টিনার কোচ। বললেন, ‘আমি ম্যাচটা রিডই করতে পারিনি। হয়তো অন্য স্ট্র্যাটেজি নিয়ে নামলে রেজাল্ট আলাদা হত। আমি যে ফর্মেশনে দলটাকে সাজিয়েছিলাম, অনেক প্লেয়ার মানাতে পারেনি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement