Advertisement
Advertisement

Breaking News

থান্ডার বোল্টের নয়া রেকর্ডের অপেক্ষায় পরিবার

তিনিই এক নম্বর৷ বরাবরই এমন দাবি করে এসেছেন৷ এবারও সেই দাবিই অক্ষুণ্ন রাখতে চান জামাইকান অ্যাথলিট৷

Family looking forward to Usain achieving greatness in Rio: Sadiki Bolt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 8:25 pm
  • Updated:August 2, 2016 8:25 pm  

দেবাশিস সেন, জামাইকা: এক ঝলক দেখলে ভুল হতে পারে৷ মনে হতে পারে চোখের সামনে দাঁড়িয়ে বিশ্বের দ্রুততম মানুষটি৷ কিন্তু না, ইনি উসেইন বোল্ট নন৷ তাঁর ভাই সাদিকি বোল্ট৷ এবারের জামাইকা সফরে বিশ্বের সেরা স্প্রিন্টারকে তো পাওয়া গেল না৷ কারণ তিনি এখন রিওতে৷ তাই ‘দাদার কীর্তি’র খুঁটিনাটি জেনে নিতে ভাইকেই চেপে ধরলাম৷ সাদিকি অবশ্য প্রথমে কথা বলতে চাইছিলেন না৷ আমিও নাছোড়বান্দা৷ অগত্যা রাজি হতেই হল৷

তিনি নিজে একজন ক্রিকেটার৷ ছোটবেলা থেকে ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালসের খেলা তাঁকে প্রভাবিত করেছিল৷ তাই দাদার মতো স্প্রিন্টার হওয়ার ইচ্ছা কোনওদিনই হয়নি৷ ক্যারিবিয়ান দলে যদিও এখনও জায়গা হয়নি সাদিকির৷ তবে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ প্রথম আলাপেই বুঝতে পারলেন, দাদার কথাই জিজ্ঞেস করব তাঁকে৷ প্রস্তুতই ছিলেন৷ থান্ডার বোল্টের প্রশংসা করে বললেন, “আমার পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী গোটা দেশ ওর দিকে তাকিয়ে রয়েছে৷ রিওতে ফের নয়া ইতিহাস রচনা করবে দাদা৷ ওর আসল প্রতিভা হল ও সবসময় প্রতিযোগিতা ভালবাসে৷ একমাত্র অ্যাথলিট হিসেবে তিনটে ওলিম্পিকে তিনটে করে সোনা জয় করে ‘স্প্রিন্ট কিং’ হয়ে যাবে দাদা৷”

Advertisement

যখনই ট্র্যাকে নেমেছেন, নিজের পুরনো পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছে৷ গড়েছেন নয়া বিশ্বরেকর্ড৷ চলতি মরশুমে অবশ্য চোটের কারণে অনেকটা সময় ট্র্যাকের বাইরে চলে যেতে হয়েছিল৷ সম্পূর্ণ ফিট হয়ে রিওতে নয়া উদ্যমে দৌড়বেন তিনি৷ তিনিই এক নম্বর৷ বরাবরই এমন দাবি করে এসেছেন৷ এবারও সেই দাবিই অক্ষুণ্ন রাখতে চান জামাইকান অ্যাথলিট৷ একই বাবার সন্তান সাদিকি ও উসেইন৷ তবে তাঁদের মা দুজন ভিন্ন মহিলা৷ দুই ভাইয়ের মধ্যে অবশ্য দারুণ বন্ধত্ব৷ উসেইনের ভাই হওয়ার গর্বও রয়েছে সাদিকির চোখে-মুখে৷ প্রতিবারের মতো দাদাকে সেরার সেরা হতে দেখার অপেক্ষায় রয়েছেন সাদিকি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement