অ্যান্ড্রু বলবার্নি ও হ্যারি টেক্টর পাক বোলিংয়ের পরীক্ষা নেন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন এক রূপকথা লিখল আয়ারল্যান্ড (Ireland)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল তারা। মাঠ জুড়ে উদযাপন শুরু করে দেন আইরিশ ভক্তরা। ধারে ও ভারে অনেক এগিয়ে পাকিস্তান। সেই পাকিস্তানই হার মানে আইরিশদের কাছে। আর জয়টাও স্মরণীয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই হার কিন্তু চিন্তা বাড়াবে পাকিস্তানের।
শেষ দুওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৯ রান। সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় আইরিশরা। শেষ ২ ওভারে ক্রিজে ছিলেন ওপেনার অ্যান্ড্রু বলবার্নি ও গ্যারেথ ডেলানি। শাহিন আফ্রিদি ১৯ তম ওভারে বলবার্নিকে (৭৭) ফেরান। সেই ওভারে রান দেন মাত্র ৮।
এরপরেও ম্যাচটা জিতল আয়ারল্যান্ড। আব্বাস আফ্রিদির শেষ ওভারে ১১ রান নিয়ে আয়ারল্যান্ডকে ম্যাচ জেতান কার্টিস ক্যাম্ফার। ২০-তম ওভারের প্রথম ও চতুর্থ বলে বাউন্ডারি মারেন ক্যাম্ফার। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে গিয়েছে আয়ারল্যান্ড।
টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান। বাবর আজমের ৫৭, সাইম আইয়ুবের ২৯ বলে ৪৫ এবং শেষ দিকে ইফতিখার আহমেদ ১৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকায় পাকিস্তান তোলে ৬ উইকেটে ১৮২ রান।
বাবর আজমকে নিয়ে দেশের মাটিতে তীব্র সমালোচনা। বাসিত আলির মতো প্রাক্তন ক্রিকেটার বাবর আজমকে ওপেন চ্যালেঞ্জ করে জানান, তিনটে ছক্কা মেরে দেখাক পাক অধিনায়ক। সেই বাবর আজম জ্বলে উঠলেও ম্যাচটা হারতে হয় পাকিস্তানকে। রান তাড়া করতে নেমে আইরিশ তারকা বলবার্নির দুরন্ত ৭৭ রানে আয়ারল্যান্ড ম্যাচ জিতে নেয়।
ম্যাচ হারলেও পাক অধিনায়ক বাবর আজম নতুন এক কীর্তি গড়েন। ৫৭ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে যুগ্মভাবে সর্বোচ্চ ৩৮টি পঞ্চাশের মালিক হন বাবর। বিরাট কোহলিরও পঞ্চাশের সংখ্যা ৩৮। তবে কোহলি (১০৯) পাক অধিনায়ক বাবর আজমের (১০৮) থেকে একটি ইনিংস বেশি খেলেছেন। এক বল বাকি থাকতে ১৮৩ রান তুলে ম্যাচ জেতে আয়ারল্যান্ড।
An 11th T20I half-century for Andrew Balbirine as Ireland also reach the 100-run mark👏
Ireland need 83 runs from 48 balls to win.
▪️ Pakistan 182-6 (20 overs)
▪️ Ireland 100-2 (12 overs)SCORECARD: https://t.co/p2lZROBgim
WATCH: https://t.co/yZvGwNw2T1#IREvPAK #BackingGreen… pic.twitter.com/rY1MIoglMM— Cricket Ireland (@cricketireland) May 10, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.