Advertisement
Advertisement

পাঁচ ছক্কা হজম করে ব্রডকে মনে করালেন বিনি

স্টুয়ার্ড বিনি ফ্লোরিডার এই কলঙ্কের দিন কি মনে রাখতে চাইবেন?

Evin Lewis hits five sixes in Stuart Binny's over
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 12:54 pm
  • Updated:August 28, 2016 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামে যেমন মিল রয়েছে, এবার কাজেও তেমনটা করে দেখালেন৷ ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে রেকর্ডের খাতায় নাম লেখালেন স্টুয়ার্ট বিনি৷ থুড়ি, লজ্জার রেকর্ডের খাতায়৷ এবং সেই ‘কীর্তি’ করতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার কেন্দ্রে উঠে এল ভারতীয় অল-রাউন্ডারের নাম৷ টুইটারে অনেকেই ঠাট্টা করে লিখেছেন, এবার ব্রড বিনিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন৷ তাঁরা এখন থেকে বন্ধু হলেন, ইত্যাদি ইত্যাদি৷ মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ভারত তো হারলই৷ আর গোদের উপর বিষফোঁড়ার মতো বিনির পারফরম্যান্স ভারতীয়দের মাথা আরও নত করে দিল৷

কী করলেন বিনি? পাঁচ বলে টানা পাঁচটা ছক্কা হজম করলেন৷ শনিবার ফ্লোরিডায় একাদশতম ওভারে বিনির হাতে বল তুলে দেন ক্যাপ্টেন ধোনি৷ স্ট্রাইকে তখন ক্যারিবিয়ান ওপেনার ইভেন লুইস৷ প্রথম বলেই ডিপ উইকেট উপর দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে৷ দ্বিতীয় বলেও ছয় হাঁকালেন দুরন্ত ফর্মে থাকা লুইস৷ তৃতীয় বল ওয়াইড৷ পরের তিনটি বলেও ছবিটা পাল্টালো না৷ শেষ বলটিতে ফুলটস দিলেন৷ সিঙ্গল নিয়ে ওভার শেষ করলেন লুইস৷ ক্যারিবিয়ান ব্যাটসম্যান ও সমর্থকদের কাছে তখন হাসির খোরাক হয়ে উঠেছেন রজার-পুত্র৷ রানের পাহাড় তৈরির কাজটা অনেকটাই সহজ করে দিয়ে যান বিনি৷ শনিবার টি-টোয়েন্টিতে এক ইনিংসে ২১টি ছয় মারার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ৷

Advertisement

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬ ছক্কা মেরে নজির গড়েছিলেন যুবরাজ সিং৷ সেই আনন্দ এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ভারতীয় ক্রিকেটভক্তরা৷ কিন্তু স্টুয়ার্ড বিনি ফ্লোরিডার এই কলঙ্কের দিন কি মনে রাখতে চাইবেন? হয়তো না৷ এরপরও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁকে দলে রাখা হয় কি না, সেটাই এখন দেখার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement