Advertisement
Advertisement

Breaking News

প্রথমবার ইউরোর কোয়ার্টারে ওয়েলস

প্রত্যেকটা বল পজেশন থেকে সঠিক পাস, সবক্ষেত্রেই দুটো দল প্রায় সমান৷ কিন্তু আত্মঘাতী গোল করে বসলেন ম্যাকঅলে৷ নক-আউট পর্যায়ে এমন একটা ভুল মেনে নেওয়া অত্যন্ত কঠিন৷

Euro 2016: Wales 1-0 Northern Ireland
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2016 11:58 am
  • Updated:June 26, 2016 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারুণ একটা ম্যাচ৷ আর তাতেই শেষ আটে পৌঁছে গেল ওয়েলস৷ বেল ছাড়া সে অর্থে কোনও বড় নাম ছিল না৷ তা সত্ত্বেও যে টিম গেম প্রদর্শন করল ওয়েলস, তা সত্যিই প্রশংসনীয়৷ দু’দিন আগেই ব্রেক্সিটের ভোটে ইউরোপীয় ইউনিয়নের থেকে বেরিয়ে আসার দাবি তুলেছিল ওয়েলস৷ থেকে যেতে চেয়েছিল উত্তর আয়ারল্যান্ড৷ শনিবার রাতে অবশ্য ইউরোয় টিকে থাকতে আয়ারল্যান্ডকেই বের করে দিলেন বেলরা৷

ম্যাচে গোলের সংখ্যা ছিল মাত্র এক৷ কিন্তু কখনও ম্যাচটা একঘেয়ে লাগেনি৷ এদিন দু’টো দলের ফুটবলারই সে অর্থে তেমন ফাউল করলেন না৷ দ্রুত অ্যাটাকে যাচ্ছে, আবার তত তাড়াতাড়ি ডিফেন্সে নেমে আসছে৷ এমন গতিশীল ফুটবলই দর্শকরা রাত জেগে দেখতে চান৷ বেলদের বিরুদ্ধে দারুণ লড়াই দিল উত্তর আয়ারল্যান্ডও৷ প্রত্যেকটা বল পজেশন থেকে সঠিক পাস, সবক্ষেত্রেই দুটো দল প্রায় সমান৷ কিন্তু আত্মঘাতী গোল করে বসলেন ম্যাকঅলে৷ নক-আউট পর্যায়ে এমন একটা ভুল মেনে নেওয়া অত্যন্ত কঠিন৷ যে স্পিডে বল আসছিল, তাতে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে ফেললেন৷ সেই ভুলেই শিকে ছিঁড়ল ওয়েলসের৷ ১৯৫৮ সালের পর এই প্রথম এত বড় টুর্নামেন্টের শেষ আটে পৌঁছল ওয়েলস৷ সেবছরই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল দল৷

Advertisement

রিয়ালে যেভাবে সাইক্লোনের গতিতে দৌড়ে খেলেন, দেশের জার্সি গায়েও এদিন সেই একই ছন্দে দেখা গেল বেলকে৷ প্রতিটা বলের জন্য ঝাঁপালেন৷ কোয়ার্টার ফাইনালে যে বিপক্ষকে সমস্যায় ফেলবেন ওয়েলস ফুটবলাররা, তার ইঙ্গিত দিয়ে রাখলেন৷

poland_web

এদিকে, শেষ ষোলোর প্রথম ম্যাচে বিশ্বমানের গোলের সাক্ষী হল ফুটবল বিশ্ব৷ তারপরেও চলল হাড্ডাহাড্ডি লড়াই৷ কিন্তু শেষরক্ষা হল না৷ এক্সট্রা টাইম পর্যন্ত ম্যাচের ফল ছিল ১-১৷ পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে ইউরো থেকে ছিটকে গেল সুইজারল্যান্ড৷ শেষ আটে পৌঁছে গেল পোল্যান্ড৷ বাঁদিক থেকে তোলা বলে ব্লাসজিকাওস্কির শট গোলকিপারের দু’পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়৷ পোল্যান্ড ১-০ এগিয়ে গেলে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠেন সুইসরা৷ বিশ্বমানের গোল করে দলকে সমতায় ফেরান সাকিরি৷ ১৮ গজ বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বাইসাইকেল ভলি পুরো গ্যালারিকে স্তম্ভিত করে দিয়েছিল৷ সুইসরা ছিটকে গেলেও ইউরোয় সাকিরির গোল দর্শকদের মনে দাগ কেটে গেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement