Advertisement
Advertisement

ইউরোর শেষ ষোলোয় হেভিওয়েটদের লড়াই

সুপার সিক্সটিনের প্রথম রাতেই নজর থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে৷ চলতি টুর্নামেন্টে এখনও জয়ের খাতা খোলেনি পর্তুগাল৷ শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ড্র করে প্রি-কোয়ার্টারে পৌঁছয় দল৷ এবার রোনাল্ডোদের প্রতিপক্ষ ক্রোটরা৷

Euro 2016 Round of 16 Schedule: ESP vs ITA, CRO vs POR in Big Battles
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 5:24 pm
  • Updated:June 24, 2016 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই শেষ হয়েছে ইউরোর গ্রুপ পর্বের লড়াই৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত তেমন অঘটন ঘটেনি৷ প্রত্যাশিত দলগুলোই পৌঁছে গিয়েছে শেষ ষোলোয়৷ মাঝে একদিনের বিরতি৷ শনিবার থেকে ফের রাত জাগা শুরু ফুটবলপ্রেমীদের৷ কেমন হতে চলেছে শেষ ষোলোর মহারণ?

সুপার সিক্সটিনের প্রথম রাতেই নজর থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে৷ চলতি টুর্নামেন্টে এখনও জয়ের খাতা খোলেনি পর্তুগাল৷ শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ড্র করে প্রি-কোয়ার্টারে পৌঁছয় দল৷ এবার রোনাল্ডোদের প্রতিপক্ষ ক্রোটরা৷ এই বাধা না পেরলে এবারও ‘চোকার্স’ তকমা মুছতে পারবেন না সিআর সেভেন৷ রবিবার রাতে আবার দু’টি হেভিওয়েট দল নামছে৷ ঘরের মাঠে দিদিয়ের দেশঁর দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত প্রশংসনীয়৷ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ উজ্জ্বল ফ্রান্স৷ এদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের প্রতিপক্ষ স্লোভাকিয়া৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছাড়া জার্মানিকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি৷ বিশেষজ্ঞদের ধারণা, এটা কোচ জোয়াকিম লো-এর স্ট্র্যাটেজি৷ নক-আউটের আগে সব অস্ত্র ব্যবহার করেননি তিনি৷ তাই এবার আরও শক্তিশালী জার্মানদের খেলা দেখতে মুখিয়ে বিশ্ববাসী৷

Advertisement

সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় সব কাজ সরিয়ে রেখে টিভি-র পর্দায় নজর রাখবেন ফুটবলপ্রেমীরা৷ কারণ গতবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইউরোর প্রাক্তন চ্যাম্পিয়ন ইতালি৷ দুই দলই শেষ ম্যাচে হেরে শেষ ষোলোয় পৌঁছেছে৷ হাইভোল্টেজ এই ম্যাচে হার মানেই বিদায়৷ সবমিলিয়ে ফুটবল রোমাঞ্চে আগামী তিন রাত কাটাতে চলেছে গোটা দুনিয়া৷ একনজরে শেষ ষোলোর সূচিতে চোখ বুলিয়ে নেওয়া যাক৷ সবক’টি ম্যাচের সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী৷

শনিবার ২৫ জুন
সন্ধ্যা ৬.৩০ – সুইজারল্যান্ড বনাম পোল্যান্ড
রাত ৯.৩০ – ওয়েলস বনাম উঃ আয়ারল্যান্ড
রাত ১২.৩০ – ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল

রবিবার ২৬ জুন
সন্ধ্যা ৬.৩০ – ফ্রান্স বনাম আয়ারল্যান্ড
রাত ৯.৩০ – জার্মানি বনাম স্লোভাকিয়া
রাত ১২.৩০ – হাঙ্গেরি বনাম বেলজিয়াম

সোমবার ২৭ জুন
রাত ৯.৩০ – ইতালি বনাম স্পেন
রাত ১২.৩০ – ইংল্যান্ড বনাম আইসল্যান্ড

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement