Advertisement
Advertisement

Breaking News

বিরাট সম্পর্কে এ কথাই বললেন ইংলিশ ব্যাটসম্যান

কী বললেন রুট?

English batsman Joe Root seeks tips from Virat Kohli
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 18, 2017 5:36 pm
  • Updated:January 18, 2017 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং জো রুট৷ এই দু’টি নাম উল্লেখ করতেই চোখের সামনে ভেসে ওঠে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ের ছবি৷ টক্কর যখন সেয়ানে সেয়ানে হয়, তখন তাঁদের মধ্যে সম্মানও থাকে সমান পরিমাণে৷ বর্তমানে বিশ্বের সেরা দুই ক্রিকেট তারকার মধ্যে সম্পর্ক ঠিক এই রকমই৷ টিম ইন্ডিয়ার সীমিত ওভারের নয়া নেতার গলায় যেমন শোনা যায় রুটের প্রশংসা, তেমনই কেরিয়ারের সেরা ফর্মে থাকা রুট মনে করেন বিরাটের থেকে কিছু ব্যাটিং টিপস পেলে মন্দ হয় না৷

(কিংবদন্তি ক্রিকেট ক্লাবে জায়গা পেলেন কপিল দেব)

পুণেতে প্রথম ম্যাচে ৩৫০ রান তাড়া করে জিতেছেন বিরাটরা৷ বৃহস্পতিবার কটকে দ্বিতীয় ওয়ানডে-তে মর্গ্যানবাহিনীকে ধরাশায়ী করে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত৷ তার আগে অকপটে রুট স্বীকার করে নিলেন, বিরাটের থেকে শিক্ষা নিতে চান তিনি৷ ইংলিশ ব্যাটসম্যান বলেন, “রান তাড়া করার ক্ষেত্রে ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান৷ অন্যতম না বলে সেরা বলাই ভাল৷ পরিসংখ্যানই বলে দিচ্ছে পরে ব্যাট করে ১৫টি সেঞ্চুরি করেছে ও৷ ওঁর সঙ্গে বসে এসব নিয়ে কথা বলার অভিজ্ঞতা দারুণ হবে৷ যদিও সেই সুযোগ এখনও হয়নি৷ ওর পারফরম্যান্স দেখে অনেক কিছু শেখা যায়৷”

Advertisement

(ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনিকেই নেতা মানছেন কোহলি)

কটকের বাইশ গজে নামার আগে অবশ্য ভারতীয় শিবিরে চাপা অসন্তোষ রয়েছে৷ হালফিলে ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা খুব একটা ঘটেছে বলে মনে পড়ে না৷ ম্যাচ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছেছে টিম৷ হোটেলের ঘর নেই বলে বিরাটদের পুণতেই বসে থাকতে হয়েছিল৷ সেখানে প্র্যাকটিস করলেও, কটকের উইকেটের হাল হকিকতের বিষয়ে বিরাটরা বেশ অবগত৷ দেড়বছর আগে এখানেই টি-২০ তে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়তে হয়েছিল ধোনিদের৷ তবে এবার সে’রকম হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ কিউরেটর বড় রানের গল্প শুনিয়ে রেখেছেন৷ ফলে এখন থেকেই যেন বিরাট-ঝড়ের অপেক্ষায় কটক৷ পুণের মতো বরাবটিতেও ক্যাপ্টেন কোহলির একটা মারকাটারি ইনিংস দেখতে মুখিয়ে দর্শকরা৷ টিকিট প্রায় শেষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement