Advertisement
Advertisement

ভারত-ইংল্যান্ড সিরিজ অনিশ্চিত করছেন অনুরাগরাই, তোপ লোধার

৮ নভেম্বরের মধ্যে চারটি রাজ্যের অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে৷

England tour being put in jeopardy by Anurag Thakur, says Lodha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 1:49 pm
  • Updated:August 12, 2021 5:19 pm  

স্টাফ রিপোর্টার: ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিস্ফোরণ ঘটাল লোধা কমিটি৷ অবশ্য অনুরাগ ঠাকুর, অজয় শিরকেদের নিয়ে লোধার এই মন্তব্য জানা গিয়েছে সূত্র মারফত৷ লোধা কমিটির বক্তব্য, অনুরাগদের জন্যই আসন্ন সিরিজ অনিশ্চিত হয়ে পড়ছে৷ দুই বোর্ডের মউ স্বাক্ষরের পরও কর্তারা বেশ কিছু প্রয়োজনীয় কাগজ-পত্র জমা করেননি৷

চাপ, পাল্টা চাপ৷ বোর্ডের সঙ্গে তরজা চলছেই লোধা কমিটির৷ নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক একইরকম পরিস্থিতি হয়েছিল৷ বলে দেওয়া হয়, বোর্ড কোনওরকম ফান্ড ট্রান্সফার করতে পারবে না৷ যার ফলে একটা সময় সিরিজ নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা যায়৷ বোর্ডের তরফ থেকে বলা হয়, এভাবে চললে তো সিরিজ চালানো যাবে না৷ কারণ ম্যাচ আয়োজন করার জন্য রাজ্য সংস্থাগুলি টাকা পাঠাতে হবে৷ ব্যাপারটা পরিষ্কার ছিল, বোর্ডও লোধা কমিশনকে চাপে রাখার চেষ্টা করছিল৷

Advertisement

হালফিলে বোর্ড শীর্ষ আদালতের কাছে ইংল্যান্ড সিরিজের খরচের বিস্তারিত হিসেব জানতে চায়৷ লোধা অবশ্য জানিয়ে দিয়েছে, ইসিবি-র সঙ্গে কী চুক্তি রয়েছে বা কী মৌ স্বাক্ষরিত হয়েছে, সেটা তাদের জানার কোনও প্রয়োজন নেই৷ এটা সম্পূর্ণ দু’টো বোর্ডের ব্যাপার৷ তবে যদি কোনও আর্থিক লেনদেন হয়, সেটার পুরো তথ্য লোধাকে জানাতে হবে৷এছাড়াও ৮ নভেম্বরের মধ্যে চারটি রাজ্যের অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এবার বোর্ডের তরফ থেকে পাল্টা কী আসে? এই সিরিজের আকাশেও কি অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে? বোর্ডের কেউ এই ব্যাপারে সরাসরি কিছু বলছেন না৷ কিন্তু বোর্ডের অন্দরে যথেষ্ট ক্ষোভ৷ কেউ কেউ বলছেন, টেস্ট আয়োজন করতে ক্রিকেট সংস্থাদের টাকার প্রয়োজন৷ অনেক ক্রিকেট সংস্থাই রয়েছে, যাদের কাছে পর্যাপ্ত ফান্ড নেই৷ তারা কী করবে?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement