Advertisement
Advertisement

সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের

ভারত-১৪৭/৭ (রায়না -৩৪, ধোনি- ৩৬)আরও পড়ুন:‘আনফিট’ স্টুয়ার্টকে নিয়েই গোয়ায় মোহনবাগান, দলের সঙ্গেই রিহ্যাব করবেন গ্রেগসিরিজের মাঝপথে অবসর, অশ্বিনের ‘টাইমিংয়ে’ ক্ষুব্ধ গাভাসকর Advertisement ইংল্যান্ড-১৪৮/৩ (রুট- ৪৬, মর্গ্যান-৫১) Advertisement ইংল্যান্ড সাত উইকেটে জয়ী৷আরও পড়ুন:‘অশ্বিনই সেরা’, ‘শত্রু’র বিদায়বেলায় আবেগঘন কামিন্স, তারকা স্পিনারকে বিশেষ উপহার অজিদেরকুঁচকিতে চোট, মেলবোর্ন টেস্টে অনিশ্চিত ভারতের ‘ত্রাস’ ট্র্যাভিস হেড? সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে […]

England Thrashes India by 7 wickets in the first match of T20 series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 2:15 pm
  • Updated:January 26, 2017 2:31 pm  

ভারত-১৪৭/৭ (রায়না -৩৪, ধোনি- ৩৬)

ইংল্যান্ড-১৪৮/৩ (রুট- ৪৬, মর্গ্যান-৫১)

Advertisement

ইংল্যান্ড সাত উইকেটে জয়ী৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, জাদেজাকে৷ সিরিজের প্রথম ম্যাচে সেটাই বোধহয় ফ্যাক্টর হয়ে গেল৷ বিশেষত ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে৷ চহাল চমক দিলেন বটে, তবে ম্যাচ বাঁচাতে পারলেন না৷ নেহরার অভিজ্ঞতাতেও ফিরল না পুরনো ম্যাজিক৷ সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার মানতে হল কোহলি বাহিনীকে৷

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু

কোহলির জয়রথ থামাতে এদিন গোপন অস্ত্রের ব্যবস্থা করেছিল ইংল্যান্ড৷ ম্যাচের আগের দিনই সে সব পাত্তা দেননি ভারতীয় ক্যাপ্টেন৷ তা শুধু কথায় নয়, কাজেও৷ এদিন লোকেশ রাহুলকে নিয়ে ওপেন করতেই নেমে পড়লেন৷ তবে সব দিন সমান যায় না৷ আজকের দিনটাও কোহলির ছিল না৷ 2535বলা যায়, ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্যও আজকের দিনটা ঠিকঠাক ছিল না৷ কোহলি, রাহুল, যুবরাজ কেউই তেমন কিছু করতে পারলেন না৷ আশা জাগাচ্ছিলেন সুরেশ রায়না৷ একদিনের সিরিজে কেদার যাদবের দুরন্ত পারফরম্যান্সের জেরে তিনি দলে জায়গা পাবেন কি না তা নিয়েই জোর জল্পনা ছিল ক্রিকেট দুনিয়ায়৷নিজেকে প্রমাণ করার একটা তাগিদ বোধহয় ছিল রায়নার নিজেরও৷ এদিন তাঁর ব্যাট থেকে বড় রানের ইনিংস আসার ইঙ্গিতও ছিল৷ কিন্তু স্টোকসের কাছে পরাস্ত হতে হল৷ ফিরলেন ৩৪ রান করে৷ একা দুর্গ সামলাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ যতক্ষণ তিনি ক্রিজে আছেন, ততক্ষণ ভারতেরও রান মেশিন সচল থাকবে, এমনটাই প্রত্যাশা৷ কিন্তু তাঁকে সঙ্গত দেওয়ার যোগ্য ব্যক্তি কাউকে দেখা গেল না৷ মণীশ পাণ্ডে ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না৷ হার্দিক, বুমরাও তথৈবচ৷ ফলত ১৪৭ রানেই থামতে হল ভারতকে৷ ধোনি অপরাজিত থেকে গেলেন ২৭ বলে ৩৬ রান করে৷

সম্মান অর্জন করতে চান, তাই সাম্মানিক ডক্টরেট ফিরিয়ে দিলেন দ্রাবিড়

টি-টোয়েন্টিটে এখন যেরকম রান ওঠে, তাতে লক্ষ্যমাত্রা এমন কিছু নয়৷ রয় ও বিলিংস খেলছিলেন হাত খুলেই৷ আশিস নেহরাকে ফিরিয়ে আনা নিঃসন্দেহে ভারতের বড় চমক৷ আবার তাঁর অভিজ্ঞতার ভেলকি দেখাবে, এমনটা আশা ছিল৷ কিন্তু এদিন নেহরা খেলার রং বদলে দিতে পারলেন না, বদলে ম্যাজিক দেখালেন চহাল৷ পরপর শুধু রয়, আর বিলিংসেই ফেরালেন না, ভারতকেও খেলায় ফিরিয়ে আনেন৷ মোড় ঘোরানো মুহূর্তেই খেলাকে এনে দাঁড় করিয়েছিলেন চহাল৷ তবে রুট, মর্গ্যান দক্ষতার সঙ্গেই ঘর সামলাতে থাকেন৷ ভারতীয় বোলারদের সমস্ত ভুলচুকে কড়া শাসনের মেজাজেই দেখা গেল দুজনকে. ফলত জয়ে পৌঁছতে দেরি হয়নি৷ ৩৮ বলে ৫১ করে মর্গ্যান যখন ফিরলেন, তখন ঘর গুছিয়ে নিয়েছে ইংল্যান্ড৷ বাকি কাজটার জন্য রুট তো ছিলেনই৷ বুমরাহ যদি রুটের উইকেটটা নিতে পারতেন, তবে হয়ত খেলায় কিছু চমক থাকলেও থাকতে পারত৷ কিন্তু নো বলের গেরোয় সে সুযোগ হারালেন বুমরাহ৷ ফলত ম্যাচ জিততে বিশেষ কষ্ট করতে হয়নি ইংল্যান্ডকে৷ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ই হাসিল করে নিল মর্গ্যানবাহিনী৷

পদ্ম সম্মান না পেয়ে ক্ষোভ উগরে দিলেন জোয়ালা গুট্টা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement