সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানামা ম্যাচের পর আনন্দে উৎফুল্ল গোটা বিশ্বের ইংল্যান্ড সমর্থকরা। হওয়াটাই স্বাভাবিক, কারণ হ্যারি কেন, রহিম স্টারলিংদের সৌজন্যে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। সাম্প্রতিক ইতিহাসে তো বটেই, ১৯৬৬-র বিশ্বকাপজয়ী দলও এত জমকালো পারফরম্যান্স উপহার দিতে পারেনি ইংল্যান্ড সমর্থকদের। কিন্তু এসবের মধ্যেও খুশি নন এক ইংল্যান্ড সমর্থক। হবেনই বা কী করে, তিনি যে ভাগ্যের পরিহাসের স্বীকার।
ইনি হলেন ডগলাস মোর্টন। বাড়ি থেকে বেরিয়েছিলেন ইংল্যান্ড-পানামা ম্যাচ স্টেডিয়ামে বসে দেখবেন বলে। সব বাধা পেরিয়ে তিনি যখন রাশিয়ায় পা রাখলেন তখন হঠাৎ তাঁর মনে পড়ল, ম্যাচের টিকিটটাই তো আনা হয়নি বাড়ি থেকে! স্টেডিয়ামে ঢোকার ছাড়পত্র যাতে মিলবে, সেই মহামূল্যবান বস্তুটি তো পড়ে রয়েছে তাঁর ড্রয়িং রুমের ড্রয়ারেই। সঙ্গে সঙ্গে মাথায় হাত মোর্টনের, রীতিমতো চোখে জল আসার পরিস্থিতি। কিন্তু হা-হুতাশ করে আর কী হবে, ভুল যখন করেছেন ভুগতে তো হবেই। ২ হাজার কিলোমিটার পেরিয়ে যখন রাশিয়ায় পা রেখেছেন তখন শেষ চেষ্টা তো একবার করতেই হয়। কার্যত ভিক্ষুকের মতো পথচলতি মানুষের কাছে টিকিট চাওয়া শুরু করলেন তিনি।
মোর্টনের পরিস্থিতি দেখে করুণা করেন এক বিখ্যাত সাংবাদিক। নিজের টুইটার থেকে তিনি তাঁর ফলোয়ারদের কাছে মোর্টনের জন্য একটি টিকিট প্রার্থনা করেন। মোর্টনের সঙ্গে একই হোটেলে ছিলেন ড্যান হোয়েলস নামের ওই সাংবাদিক। সৌভাগ্যবশত একটি টিকিটের জোগাড়ও হয়ে যায়। কিন্তু হায়! পানামা-ইংল্যান্ড ম্যাচ দেখাটা হয়তো ভাগ্যেই ছিল না মোর্টনের। কারণ, ড্যান যতক্ষণে টিকিট জোগাড় করে নিয়ে এলেন, ততক্ষণে হোটেলের কামরা ছেড়ে চলে গিয়েছেন মোর্টন। আর তাঁকে খুঁজেই পেলেন ড্যান। টিকিটের অভাবে শেষে ইংল্যান্ডের ইতিহাসের সোনার দিনের সাক্ষী থাকতে পারলেন না আজন্ম ফুটবলভক্ত মোর্টন। একেই হয়তো বলে কপাল!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.