Advertisement
Advertisement

হারের হতাশা ভুলতে এভাবেই সময় কাটাচ্ছে কুকবাহিনী

বাটলার আবার আলাদা করে সময় দিলেন গার্লফ্রেন্ড লুইস ওয়েবারকেও৷

England cricketers enjoy time off in Dubai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 8:06 pm
  • Updated:December 5, 2016 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে তিনটে টেস্টের দু’টিতে হার৷ সামনে আরও দু’টো গুরুত্বপূর্ণ ম্যাচ৷ যার উপর নির্ভর করে আছে সিরিজের ভবিষ্যৎ৷ পরপর দুই টেস্টে হারের হতাশা কাটাতে তাই ক’দিনের জন্য ভারত ছেড়ে দুবাইয়ে পৌঁছে গিয়েছেন অ্যালেস্টার কুকরা৷ বৃহস্পতিবার মুম্বইয়ে ফের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডকে৷ তার আগে বন্ধুবান্ধব এবং গার্লফ্রেন্ডের সঙ্গে এক্কেবারে রিল্যাক্স মুডে সময় কাটানোকেই টোটকা হিসেবে বেছে নিয়েছেন অ্যান্ডারসন, ব্রডরা৷

3b0e278700000578-4001074-image-m-6_1480934055568

Advertisement

২০১১ সালে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়াকে ৪-০ হোয়াইটওয়াশ করেছিল কুকবাহিনী৷ সেই টেস্ট সিরিজ হারের বদলা নেওয়াকেই এবার পাখির চোখ করেছেন বিরাট কোহলিরা৷ তাই এবারের লড়াইটা যে বেশ কঠিন, তা নিয়ে কুকদের মনে কোনও সন্দেহ নেই৷ আর সেই জন্যই সুদূর দুবাইয়ে বসে বাকি দুই টেস্ট নিয়ে নতুন করে ছক কষছে ইংল্যান্ড দল৷ তারই মাঝে রবিবার দুবাইয়ের সমুদ্রসৈকতে ফুরফরে মেজাজে বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা গেল জিমি, রুটদের৷ বাটলার আবার আলাদা করে সময় দিলেন গার্লফ্রেন্ড লুইস ওয়েবারকেও৷

3b0e26b100000578-4001074-image-m-22_1480934271885

মোহালিতে তৃতীয় টেস্টের পর যুবরাজের বিয়েতে হাজির হয়েছিলেন ব্রড৷ তখন থেকেই প্র্যাকটিসের বাইরে ব্রড-সহ ইংল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা৷ তবে টিম ইন্ডিয়ার কাছে হারের হতাশা কাটাতে ইংল্যান্ড দলের এই দুবাই সফর কতটা ইতিবাচক প্রমাণিত হয়, এখন সেটাই দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement