Advertisement
Advertisement

বিশ্বকাপে আজ নজরে দুই কালো ঘোড়া, অভিযান শুরু ইংল্যান্ড ও বেলজিয়ামের

জিততে পারবে ইংল্যান্ড, বেলজিয়াম?

England, Belgium to start Football World Cup race today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 1:27 pm
  • Updated:September 14, 2023 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি দলকেই বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন বিশ্বকাপের কালো ঘোড়া হিসেবে।  বেলজিয়াম আর  ইংল্যান্ড। কাকতালীয়ভাবে দুটি দল এবারে রয়েছে একই গ্রুপে, অভিযানও শুরু করছে একই দিনে। একদিকে দুর্বল পানামার বিরুদ্ধে অভিযান শুরু করছে বেলজিয়াম। অন্যদিকে, ইংল্যান্ড অভিযান শুরু করছে তিউনিশিয়ার বিরুদ্ধে।

[অঘটনের বিশ্বকাপ! সুইজারল্যান্ডের কাছে আটকে গেলেন নেইমাররা]

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বেলজিয়াম নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমন তারকাখচিত দল বিশ্বকাপে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ। বেলজিয়াম স্কোয়াডের দিকে নজর দিলেই দেখা যাবে প্রায় প্রতিটা ফুটবলারই কোনও বড় ক্লাবে খেলেন। কুর্তোয়া আর হ্যাজার্ড যেমন চেলসিতে। কম্পানি, ডে’ব্রুইন খেলেন ম্যাঞ্চেস্টার সিটিতে। ফেলাইনি, লুকাকু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। বেলজিয়ামের প্রায় প্রতিটা ফুটবলারই ক্লাবের হয়ে ভাল খেলেছেন। যা দেশকেও সাহায্য করবে। তাছাড়া আগের তুলনায় অভিজ্ঞতার বিচারেও অনেকটা এগিয়ে হ্যাজার্ডরা। প্রায় ৩ টি টুর্নামেন্ট একসঙ্গে খেলে ফেলেছেন রবার্তো মার্টিনেজের ছেলেরা। বিশ্বকাপে বেলজিয়ামের এক্স-ফ্যাক্টর হতে পারেন এডেন হ্যাজার্ড। বল নিয়ে যেমন কন্ট্রোল। তেমনই নিঁখুত ফিনিশার। ফেল দুর্বল পানামার বিরুদ্ধে খুব একটা বেগ পাওয়া উচিত না রেড-ডেভিলদের।

Advertisement

[বিশ্বকাপে ফের অঘটন, মেক্সিকান ওয়েভে সলিলসমাধি জার্মান আগ্রাসনের]

আসা যাক ইংল্যান্ডের কথায়। পরিসংখ্যান বলছে, ১৯৫০ থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতেছে মাত্র পাঁচবার। শেষবার তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছিল বারো বছর আগে। প্যারাগুয়ের বিরুদ্ধে! তিউনিশিয়ার বিরুদ্ধে নামার আগে পরিসংখ্যান যদি ইংল্যান্ড ফ্যানদের কাছে অস্বস্তির কারণ হয়ে থাকে, তাহলে অধিনায়ক হ্যারি কেনের আশ্বাসবাণী অবশ্যই স্বস্তি দেবে। ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্যাপ্টেন বলেছেন,’মাঠে গিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ফুটবল খেলব, যেটা আগে কোনও ইংল্যান্ড টিম খেলতে পারেনি। দু’বছর আগে ফ্রান্সে যা হয়েছিল, সেটা খুব দুঃখজনক। ইউরোর হতাশা ভুলে আশা করব পুরো দেশ আমাদের পাশে থাকবে।‘  সঙ্গে জুড়ে দিলেন, ‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। জিততে পারলে টিম মোমেন্টাম পেয়ে যাবে। জানি, তিন পয়েন্ট পেয়ে গেলে ভাল জায়গায় চলে যাব। তবে যদি জিততে নাও পারি, তাহলেও যে  সব শেষ হয়ে যাবে এমনটা নয়।’

[ব্রাজিল মানে শুধু নেইমার নয়, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা মারাদোনার গলায়]

অধিনায়ক হওয়ার পাশাপাশি ইংল্যান্ড দলের সেরা অস্ত্র হ্যারি কেনই। সুতরাং প্রথম ম্যাচে নামার আগে কিছুটা হলেও বাড়তি চাপ থাকবে এই মুহূর্তে বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ স্ট্রাইকারের উপর।তবে, কেন ছাড়াও স্টারলিং, রাশফোর্ড, লিংগার্ড, ডেলে আলিদের তরুণ ব্রিগেড ভরসা যোগাচ্ছে ইংলিশ সমর্থকদের। ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী  ৪-২-৩-১ ফর্মেশনে টিম সাজাতে পারেন ইংল্যান্ড কোচ। দুটো উইংয়ে র‌্যাশফোর্ড আর স্টারলিং। ডেলে আলি কেনের পিছনে থাকবেন। ঠিক যেমন টটেনহ্যামে খেলেন। প্রস্তুতি পুরোপুরি সারা হয়ে গিয়েছে। তাছাড়া তিউনিশিয়ার বিরুদ্ধে রেকর্ডও ভাল ইংরেজদের। তাই সমর্থকদের প্রত্যাশা গত কয়েক বছরের মতো এবার আর নিরাশ হতে হবে না তাদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement