Advertisement
Advertisement

অধিনায়ক হিসেবে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ স্মৃতি, ফের হার ভারতের

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল ভারত।

England beats India women to clinch series
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2019 5:11 pm
  • Updated:March 7, 2019 5:11 pm  

ভারত ১১১-৮ (মিতালি রাজ ২০)

ইংল্যান্ড ১১৪-৫ (ডানিয়েলে ওয়াট ৬৪)

Advertisement

ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে শুরুটা দুঃস্বপ্নের মতো হল স্মৃতি মন্দানার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও একপেশেভাবে পরাজিত ভারতীয় মহিলা ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল ভারত। গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল জিতল পাঁচ উইকেটে।

[রাঁচির স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড উদ্বোধন থেকে সরে এলেন ধোনি]

বৃহস্পতিবার গুয়াহাটির বারাসপোরা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে হয় ভারতের। প্রথম দু’ওভার দশ রানের বেশি গড় ছিল ভারতের। কিন্তু অধিনায়ক মন্দানা ৫ বলে ১২ রান করে আউট হওয়ার পরই শুরু হয় ভাঙন। মন্দানার পর প্যাভিলিয়নে ফেরেন জেমাইমা রডরিগেজ। তাঁর সংগ্রহ মাত্র ২। ভারতের আরেক ওপেনার হারলিন দেওল করেন ১৪ রান। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ ২০ রান করেন সেই মিতালি রাজ। বিশ্বকাপে যার বাদ যাওয়া নিয়ে বিতর্কের এখনও অবসান হয়নি। ১৮ রান করেন দীপ্তি শর্মা এবং ভারতী ফুলমালি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১১ রানে শেষ হয় ভারতের ইনিংস।

[শেষ ওভারে কেদারের বদলে বিজয় শংকর কেন? ফাঁস করলেন কোহলি]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ইংল্যান্ডেরও। একসময় মাত্র ৫৬ রানে ৪ উইকেট পড়ে যায় ইংল্যান্ড মহিলা দলের। ভারতকে ম্যাচে ফেরাচ্ছিল স্পিনাররা। কিন্তু টিম ইন্ডিয়ার সব আশায় জল ঢেলে দেন ডানিয়েলে ওয়াট। তাঁর ৬৪ রানের ইনিংসে ভর করেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই ম্যাচ হারার ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ইংল্যান্ড। অন্যদিকে, এই নিয়ে টি-২০ ক্রিকেটে লাগাতার ষষ্ঠ ম্যাচে হারল ভারত। বিশ্বকাপের আগে সীমিত ওভারের ক্রিকেটে মিতালি রাজদের এই ভয়ঙ্কর ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement