Advertisement
Advertisement

Breaking News

লর্ডসে বিরাটদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

ফুটবলের জ্বালা মিটল ক্রিকেটে।

England beats India to level the ODI series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2018 11:23 pm
  • Updated:July 14, 2018 11:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ বছর আগে লর্ডসে যে দাদাগিরি দেখিয়েছিল সৌরভের ভারত, তার পুনরাবৃত্তি করতে পারল না বিরাট-ব্রিগেড। প্রায় একই রকম পরিস্থিতিতে চাপ সামলে জয়ী দল হিসেবে উঠে এল ইংল্যান্ড। ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালের মতো আজকের ম্যাচেও বড় রান তাড়া করতে হয়েছিল ভারতকে। কিন্তু এদিনের ম্যাচে মহম্মদ কাইফের ভূমিকায় উঠে আসতে পারলেন না লোকেশ রাহুল বা সুরেশ রায়নারা। ইংল্যান্ড জিতল ৮৬ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২৩৬  রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ফুটবলে বিশ্বকাপের তৃতীয় স্থান দখলের ম্যাচে বেলজিয়ামের কাছে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। লর্ডসে জিতে সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগালেন মরগ্যান, রুটরা।

[সম্মানের লড়াইয়েও ব্যর্থ ব্রিটিশরা, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় বেলজিয়াম]

খেলার ভাগ্য নির্ধারণ অবশ্য প্রথম ইনিংসেই হয়ে গিয়েছিল। মরণ-বাঁচন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান। সিরিজ জেতার ম্যাচে ভারতীয় বোলাররা হতাশ করলেন। জো রুটের দুর্দান্ত শতরান, অধিনায়ক মরগ্যান এবং ডেভিড উইলির অর্ধশতরানে ভর করে ৩২২ রান করে ফেলল ইংল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র দাগ কাটলেন কুলদীপ যাদব। আগের ম্যাচগুলির তুলনায় নির্বিষ দেখালেও এদিনও ৩ উইকেট পেলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান বোলার।

Advertisement

[সেরার শিরোপা নেওয়ার মঞ্চে চোখে জল হিমার, আবেগে ভাসছে নেটদুনিয়া]

ইংল্যান্ডের বিশাল স্কোরই ম্যাচের ভবিতব্য স্থির করে দিল। বড় রানের চাপে ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা, শিখর ধাওয়ান বা লোকেশ রাহুলরা ব্যর্থ হন চূড়ান্তভাবে। ফলস্বরূপ, মাত্র ৬০ রানের মধ্যেই ৩ টি উইকেট খুঁইয়ে রীতিমতো চাপের মুখে পড়ে যায় ভারত। রোহিত ১৫ এবং ধাওয়ান ৩৬ রান করলেও খাতা খুলতে পারেননি রাহুল। চাপের মুখে অধিনায়ক কোহলি এবং সুরেশ রায়না কিছুটা লড়াই দেন। কিন্তু তারা প্যাভিলিয়নে ফিরতেই কার্যত পরিষ্কার হয়ে যায় ম্যাচের ভাগ্য। কোহলি ৪৫ এবং রায়না ৪৬ রান করেন। এরপরও অবশ্য কিছুটা আশা জিইয়ে রেখেছিলেন ধোনি। এদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পুর্ণ করলেও দলকে জেতাতে পারলেন না মাহি।তাঁর ইনিংস শেষ হয় ৩৭ রানে।


জয়ের ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। আগামী মঙ্গলবার লিডসে ফয়সলা হবে সিরিজের। শেষ ম্যাচের আগে এদিনের বোলিং পারফরম্যান্স চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে। বিশেষ করে ভুবনেশ্বর কুমার এবং  বুমরার অনুপস্থিতিতে ডেথ বোলিংয়ে অভিজ্ঞতার অভাব ভোগাতে পারে ভারতকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement