Advertisement
Advertisement

Breaking News

অষ্টম লা লিগা ট্রফি জিতে ইতিহাসের পাতায় মেসি

শেষ আটটি মরশুমে এসেছে ছ'টি ট্রফি৷ জানেন, স্প্যানিশ ক্লাবের জার্সি গায়ে মোট ক'টি ট্রফি ঝুলিতে ভরেছেন মেসি ও ইনিয়েস্তা?

Eight league titles for Messi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 5:02 pm
  • Updated:July 11, 2018 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সি গায়ে কোপা আমেরিকা বা বিশ্বকাপ জয়ের স্বাদটা এখনও অধরা রয়ে গিয়েছে৷ কিন্তু বার্সেলোনার হয়ে একের পর এক ইতিহাস তৈরি করে চলেছেন লিওনেল মেসি৷ শনিবার গ্রানাডাকে ০-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ক্যাটালান ক্লাব৷ আর এই জয়ের সঙ্গেই নয়া নজির গড়লেন এলএম টেন৷ ক্লাবের হয়ে মোট অষ্টমবার লা লিগা খেতাব জিতলেন তিনি৷
মেসির পাশাপাশি অধিনায়ক ইনিয়েস্তাও অষ্টমবার লিগ জয়ী দলের সদস্য হিসেবে রেকর্ড গড়লেন৷ এর আগে এই কৃতিত্বের মালিক ছিলেন বার্সা মিডিও জাভি হার্নান্ডেজ৷ শেষ আটটি মরশুমে এসেছে ছ’টি ট্রফি৷ জানেন, স্প্যানিশ ক্লাবের জার্সি গায়ে মোট ক’টি ট্রফি ঝুলিতে ভরেছেন মেসি ও ইনিয়েস্তা? শুধু আটটি লা লিগাই নয়, দু’জনে জিতেছেন মোট ২৭ টি ট্রফি৷ যা বার্সা ক্লাবে এর আগে কখনও হয়নি৷ শুধু আটটি লা লিগাই নয়, ছ’টি স্প্যানিশ, সুপার কাপ ট্রফি, চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব, তিনটি কোপা দেল রে, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপের শিরোপাও পেয়েছেন আর্জেন্তাইন ও স্প্যানিশ তারকা৷

barca
তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যেও মন খারাপ বার্সা ফুটবলারদের৷ আন্দালুসিয়া থেকে এদিনই বার্সেলোনায় ফিরেছেন নেইমার, সুয়ারেজরা৷ তবে অন্যান্যবারের মতো এবার আর হুড খোলা গাড়িতে ট্রফি নিয়ে শহর পরিক্রমা করা হবে না৷ নিজেদের প্রিয় তারকাদের দেখতে রাস্তায় ভিড় করবেন লক্ষ লক্ষ ফুটবলভক্তরা৷ নিরাপত্তার কথা মাথায় রেখেই সিটি কাউন্সিলের তরফে পরিক্রমার আয়োজন করতে নিষেধ করা হয়েছে৷ ক্লাবও এতে সম্মতি দিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement