Advertisement
Advertisement

কূটনৈতিক বিরোধিতা, ইজরায়েলি প্রতিদ্বন্দ্বীকে অপমান মিশরীয় জুডোকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার দুনিয়া নাকি বাকি দুনিয়ার থেকে আলাদা৷ সে দুনিয়ার অধিবাসীরা বিশ্বাস করেন স্পোর্টসম্যান স্পিরিটে৷ কূটনৈতিক সম্পর্কের ছায়া সেখানে তেমন পড়ে না৷ এক খেলোয়াড় আহত হলে সব বিরোধিতা ভুলে এগিয়ে আসেন আর একজন৷ এমন সংহতির খেলার দুনিয়াও কখনও ফালাফালা হয়ে যায় রাজনীতিতে৷ সেরকমই এক দৃশ্যের সাক্ষী থাকল রিও৷আরও পড়ুন:বুমরাহ-সিরাজদের পালটা মার, দিনের শেষে […]

Egyptian judoka denied to handshake  with Israeli player
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 8:33 pm
  • Updated:August 16, 2016 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার দুনিয়া নাকি বাকি দুনিয়ার থেকে আলাদা৷ সে দুনিয়ার অধিবাসীরা বিশ্বাস করেন স্পোর্টসম্যান স্পিরিটে৷ কূটনৈতিক সম্পর্কের ছায়া সেখানে তেমন পড়ে না৷ এক খেলোয়াড় আহত হলে সব বিরোধিতা ভুলে এগিয়ে আসেন আর একজন৷ এমন সংহতির খেলার দুনিয়াও কখনও ফালাফালা হয়ে যায় রাজনীতিতে৷ সেরকমই এক দৃশ্যের সাক্ষী থাকল রিও৷

আন্তর্জাতিক রাজনীতিতে ইজরায়েল ও মিশরের বিরোধিতা সুবিদিত৷ কিন্তু তার ছায়া যে ওলিম্পিকের মাঠে পড়বে কে জানত৷ যা কল্পনা করা যায়নি তাই করলেন মিশরের জুডোকা ইসলাম এল শেহাবি৷ ইজরায়েলের জুডোকা ওর সেসন দু’বার তাঁর দিকে করমর্দনের জন্য হাত বাড়ান৷ কিন্তু উপেক্ষা করেন শেহাবি৷ তাঁর এই ব্যবহার ভাল চোখে দেখেনি ওলিম্পিক সংস্থা৷ আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি এরপর ওই জুডোকাকে বরখাস্ত করে৷ সেইমতো দেশে ফিরতে হয় তাঁকে৷

Advertisement

এই প্রথম অবশ্য এ ধরনের ঘটনা ঘটল না৷ আরব মুলুকের অন্যান্য দেশের খেলোয়াড়রাও ইজরায়েলের খেলোয়াড়দের সঙ্গে হয় খেলতে চাননি, নয় উপেক্ষা করেছেন৷ এবারও তার ব্যতিক্রম নেই৷ তবে ওলিম্পিক থেকে চলে গিয়েও কিন্তু কোনও আক্ষেপ নেই ইসলামের৷ তিনি জানাচ্ছেন, “করমর্দন যে করতেই হবে তা কিন্তু কোথাও লেখা নেই৷ বন্ধুদের মধ্যে এটা হয়, কিন্তু ও তো আমার বন্ধু নয়৷ ব্যক্তিগত কারণেই আমি করমর্দন করতে পারিনি, বিশেষত সারা দুনিয়ার সামনে তো নয়ই৷”

রাজনীতির কালো ছায়া যে খেলার আলোর দুনিয়াকেও ঢেকে দেয়, এ ঘটনা যেন তারই প্রমাণ হয়ে থাকল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement