Advertisement
Advertisement

বিশেষ সম্মান, এবার ইডেনে শহিদ জওয়ানদের নামে তৈরি হল ৪টি স্ট্যান্ড

শহিদদের এমন সম্মান জানানোয় সিএবি-কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷

Eden Gardens rename 4 stands after martyred war heroes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 3:31 pm
  • Updated:July 11, 2018 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ২৫ জন আধাসেনা৷ সেই ঘটনায় ডুকরে উঠেছিল কেকেআর নেতা গৌতম গম্ভীরের মন৷ তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শুক্রবার ম্যাচ সেরার পুরস্কার অর্থও শহিদদের পরিবারকে দান করার কথা জানান নাইট নেতা৷ পাশাপাশি শহিদদের সন্তানদের পড়াশোনার সব দায়িত্ব নিয়েছে গম্ভীরের ফাউন্ডেশন৷ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের মতো এবার তাঁর ঘরের মাঠ ইডেনও দেশের শহিদদের বিশেষ সম্মান জানাল৷ ফের গর্বে উঁচু হল কলকাতাবাসী মাথা৷

[জানেন, আইপিএল-এ কী কী রেকর্ড গড়েছে কেকেআর?]

ক্রিকেটের নন্দনকাননের চারটি স্ট্যান্ডের নাম শহিদদের নামাঙ্কিত করা হল৷ দিল্লি-কলকাতা মুখোমুখি হওয়ার আগেই সরকারিভাবে স্ট্যান্ডগুলির উদ্বোধন করা হয়৷ স্ট্যান্ডে কর্নেল নীলকান্ত জয়চন্দ্রন নায়ার, হাবিলদর হ্যাংপ্যান দাদা, লেফ্টন্যান্ট কর্নেল ধন সিং থাপা এবং সুবেদার যোগিন্দর সিংয়ের নাম জ্বলজ্বল করছে৷ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, লেফ্টন্যান্ট জেনারেল প্রবীন বকসি-সহ বিশিষ্টজনেরা স্ট্যান্ডের উদ্বোধন করেন৷ গত বছর উত্তর কাশ্মীরের নৌগ্রামে অনুপ্রবেশকারীদের হাতে মৃত্যু হয়েছিল অসম রেজিমেন্টের হ্যাংপ্যান দাদা৷ অশোক চক্র প্রাপ্ত দাদার স্ট্যান্ডের উদ্বোধন করেন ক্রিকেট দুনিয়ার দাদা সৌরভ৷ ১৯৯৩ সালে নাগাল্যান্ডে দুষ্কৃতীদের সঙ্গে শহিদ হয়েছিলেন অশোক চক্র ও কীর্তি চক্র প্রাপ্ত কর্নেল নায়ার৷ ১৯৬২ সালে চিন যুদ্ধের সময় গোরখা রাইফেলসে ছিলেন ধন সিং থাপা৷ যোগিন্দর সিং এবং থাপা দুই শহিদই দেশের জন্য আত্মত্যাগের সম্মান হিসেবে পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন৷

Advertisement

[মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়কে বিশেষ সম্মান জানাবে FIFA]

এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়, বিএন দত্ত, জগমোহন ডালমিয়া এবং কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড রয়েছে ইডেন গার্ডেনসে৷ শহিদদের এমন সম্মান জানানোয় সিএবি-কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement