Advertisement
Advertisement

লর্ডসের মতো এবার ‘ইডেন-বেল’

বছর দু’য়েক আগে ইডেনে ঘড়ি বসেছিল৷ এবার আরও একটা নতুন পালক জুড়ল ইডেনের মুকুটে৷

'Eden bell' builds like lords bell
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 1:36 pm
  • Updated:July 31, 2016 1:36 pm  

স্টাফ রিপোর্টার: লর্ডসের ঐতিহ্য এবার ইডেনেও৷ লর্ডসের মতো ইডেনেও বসতে চলেছে ‘ইডেন বেল’৷ লর্ডসে টেস্ট হলে প্রথা মেনে কোনও প্রাক্তন ক্রিকেটার ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেন৷ সেই ছবি এবার থেকে দেখা যাবে ইডেনেও৷ ভারত-নিউজিল্যান্ড টেস্টে হবে ‘ইডেন বেল’র উদ্বোধন৷

৩০ সেপ্টেম্বর থেকে ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট৷ এমনিতে সেই টেস্টের দু’দিন আগে ডালমিয়া স্মারক বক্তৃতার আয়োজন করেছে সিএবি৷ যেখানে টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলের বক্তব্য রাখবেন৷ বছর দু’য়েক আগে ইডেনে ঘড়ি বসেছিল৷ এবার আরও একটা নতুন পালক জুড়ল ইডেনের মুকুটে৷

Advertisement

এছাড়া নিউজিল্যান্ড টেস্ট নিয়ে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সিএবি’র৷ এমনিতে টেস্ট ক্রিকেট আগের জৌলুস হারিয়েছে৷ অধিকাংশ স্টেডিয়ামেই দেখা যায়, টেস্ট ম্যাচে বেশিরভাগ গ্যালারি ফাঁকা থাকছে৷ এখন কীভাবে মাঠে লোক নিয়ে আসা যায় সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে বোর্ড৷ সিএবি ঠিক করেছে স্কুল, কলেজ পড়ুয়াদের জন্য দশ শতাংশ ফ্রি টিকিট রাখা হবে৷  এছাড়া ফ্যান জোন হচ্ছে৷ বিদেশের মাঠে দেখা যায়, বিরতির সময় একটা নিদ্দির্ষ্ট জায়গায় বাচ্চাদের খেলার জায়গা থাকে৷ এবার ইডেনেও তা দেখা যাবে৷ এছাড়াও বিরতিতে স্থানীয় ব্যান্ডদের দিয়ে কিছু অনুষ্ঠান করানোর ভাবনাও রয়েছে৷ পুজোর ভরা মরশুমে কীভাবে মানুষদের ইডেনমুখী করে তোলা যায়, তার প্ল্যান তৈরি করে ফেলছেন সিএবি কর্তারা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement