সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় খারাপ গেলে হয়তো এমনটাই হয়৷ টানা হার৷ ব্যর্থতা৷ ড্রেসিংরুমের বদ্ধ পরিবেশ৷ এই সবের থেকে নিস্তার পেতে ট্রেভর মর্গ্যানকে সরিয়ে নতুন কোচ এনেছে ইস্টবেঙ্গল৷ কিন্তু কোথায় কী? প্রথমদিন দলকে নিয়ে অনুশীলনে নেমেই চোট পেয়ে বসলেন মেহতাবদের নতুন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়৷ অবস্থা এমন, তাতে আদৌ তিনি ইস্টবেঙ্গলের কোচিং করাতে পারবেন কি না, সেই নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন৷
আগের দিন দায়িত্ব নিয়ে বুধবার থেকে মাঠে নেমে পড়েন মৃদুল৷ আগের দিন সন্ধ্যায় বাড়িতে বসে তৈরি করেছিলেন প্র্যাকটিস শিডিউল৷ সেই অনুযায়ী ভালই চলছিল প্র্যাকটিস৷ ফুটবলারদের মধ্যেও ছিল স্বতঃস্ফূর্ততা৷ এমন সময় একটি মুভের ডেমো দিতে যান মৃদুল৷ সেই সময়ই গোড়ালি মচকে যায় তাঁর৷ পড়ে যান মাটিতে৷ শুয়ে কাতরাতে থাকেন৷ সঙ্গে সঙ্গে তাঁর পায়ে প্লাস্টার করা হয়৷ ব্যথা এতটাই প্রবল ছিল, যে যন্ত্রণায় পা মাটিতে রাখতে পারছিলেন না তিনি৷ দুই সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন মৃদুল৷ এক কার্যনির্বাহী কমিটির সদস্য তাঁকে নিয়ে গেলেন স্ক্যান করাতে৷ সেখান থেকে ক্লাবের সহ-সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্তর চেম্বারে৷ লেখা মুদ্রণে যাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল কোচের স্ক্যানের রিপোর্ট আসেনি৷ তবে আপাতদৃষ্টিতে যা বোঝা যাচ্ছে, তাতে গোড়ালির উপরে অ্যাকিলেস ট্যান্ডনে চোট পেয়েছেন মৃদুল৷ তিন বছর আগে এই জায়গায় চোট পেয়েই কার্যত শেষ হয়ে গিয়েছিল উগা ওপারার কেরিয়ার৷ তবে চোটের গুরুত্ব কতটা তা বোঝা যাবে স্ক্যানের রিপোর্ট এলে৷
এরপরই ইস্টবেঙ্গল জুড়ে শুরু হয়ে ফিসফাস৷ তাহলে কী হতে চলেছে ইস্টবেঙ্গল কোচের চেয়ারের ভবিষ্যৎ? একান্তই যদি মৃদুল কয়েক সপ্তাহ ছিটকে যান, সেক্ষেত্রে প্লাজা, ওয়েডসনদের কোচিং করাবেন কে? এদিন বাকি সময় দায়িত্ব নিলেন মনোরঞ্জন ভট্টাচার্য৷ তিনি পরে বলেন, “মৃদুলই থাকবে না ওর বদলে নতুন কেউ আসবে, সেই নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়৷ আগে তো রিপোর্ট আসুক৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.